রক্ত দান....
রক্ত দান নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন কথা বলতে দেখি হর হামেশাই। বিভিন্ন স্বেচ্ছাসেবী, রক্তদান ক্লাবের সংখ্যা ও মোটামুটি ভালো। তবে রক্ত দান করতে গিয়ে কৌতুক এর মতো পরিস্থিতিতে পরেছেন এও কম নয়।
স্বেচ্ছায় রক্ত দান করার মত মহৎ কাজ করতে গিয়ে নুন্যতম ভালো ব্যবহার পান না অনেকেই। রক্ত গ্রহন কারী যেনো রক্ত জমা রেখেছিলেন প্রয়োজন হয়েছে নিচ্ছেন এমন ব্যবহার দেখা বা শোনা যায় প্রায়শই।
# জরুরি অবস্থা যেমন সিজার বা অপারেশন এমন সময় ডোনার আগে থেকেই রেডি রাখার জন্য ডক্টররা পরামর্শ দিয়ে থাকেন।
# ব্লাড ব্যাংক এও খোঁজ নিয়ে দেখতে পারেন।
অনেকে আবার টাকার কথা ভেবে ব্লাড ব্যাংক থেকে দূরে থাকেন।
# রক্ত দান কারির সাথে ভালো ব্যবহার করুন। এতে তিনি এ কাজে উৎসাহ পাবেন।
# মনে রাখবেন স্বেচ্ছায় রক্ত দান করিরা কখনোই টাকা চায়না। চায় ভালো ব্যবহার।
# রক্ত দান করার আগ পর্যন্ত বাবা সোনা না করে রক্ত দেবার পর তার খোঁজ নিন অন্তত একটু সৌহার্দ পূর্ণ ব্যবহার করুন।
# আগেই বাইরে ডোনার না খুজে নিজেদের মধ্য ডোনার খুজে দেখুন।
# সম্প্রতি কিছু আপনজন দেখা যায় রক্ত দানে পাওয়া যায় না কিন্তু মিলাদ খেতে আগে পাওয়া যায়।
অযথা রক্ত লাগবেনা তারপরও শখের বসে কাওকে হয়রানি করা থেকে বিরত থাকুন। রক্ত দান কোন মজা করার বিষয় নয়।