অপরিণত বয়স ও কম ওজনে জন্ম নেওয়া নবজাতককে বাঁচাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বীকৃত চিকিৎসাপদ্ধতিকে ক্যাঙ্গারু মাদার কেয়ার বলে, যা সারা বিশ্বেই জনপ্রিয়।
যাদের জন্য প্রযোজ্য:
নবজাতকদের প্রধান পাঁচটি সমস্যা হলো—
১. প্রি-ম্যাচিউর বা অপরিণত, ২. ইনফেকশন, ৩. জন্মের পর এক মিনিটের মধ্যে না কাঁদা বা শ্বাস না নেওয়া, ৪. জন্ডিস ৫. জন্মগত ত্রুটি
সুবিধা নিন্মরুপ:
**অপরিণত ও কম ওজনে জন্ম নেওয়া নবজাতককে বাঁচিয়ে রাখার জন্য ইনকিউবেটরের বিকল্প জনপ্রিয় পদ্ধতি ক্যাঙ্গারু কেয়ার। এ জন্য হাসপাতালে ভর্তি হওয়া কিংবা নার্সের প্রয়োজন হয় না বলে কোনো খরচও হয় না।
মায়ের স্তনের কাছাকাছি শিশুটিকে রাখলে তা মাতৃদুগ্ধ উৎপাদনে সহায়তা করে। এ জন্য জন্মের পরপরই মায়ের বুকের সঙ্গে ক্যাঙ্গারু কেয়ার পদ্ধতি চালু করে দেওয়া উচিত।
**এতে মায়ের সঙ্গে নবজাতকের এক ধরনের আত্মিক সম্পর্ক তৈরি হয়। আস্তে আস্তে নবজাতক প্রাকৃতিক পরিবেশে মানানসই হয়ে ওঠে।
**হৃৎপিণ্ড স্বাভাবিক গতি ফিরে পায়। শ্বাস-প্রশ্বাস নেওয়ার ক্ষেত্রে উন্নতি হতে থাকে। ফলে মৃত্যুঝুঁকি কমে যায়।
**এ অবস্থায়ই মায়ের দুধ খাওয়ানো যায়। প্রয়োজনে কাপ, চামচ বা নলও ব্যবহার করা যায়।
**কোনো জটিলতা দেখা দিলে মা দ্রুত বুঝতে পারে এবং প্রয়োজনে চিকিৎসককে জানাতে পারে।
**বিশেষ প্রয়োজনে মায়ের অবর্তমানে সন্তানের বাবা, দাদি-নানিরাও এ পদ্ধতিতে সাময়িকভাবে নবজাতককে বুকের সঙ্গে আগলে রাখতে পারেন।