♦♦♦♦♦♦মধুর উপকারিতা
♦পোড়া ঃ পুড়ে গেলে সামান্য মধু মেহেদিপাতার সঙ্গে বেটে লাগান।এতে পোড়াজনিত জ্বালা ও কস্ট প্রশমিত হবে।
♦কোষ্ঠকাঠিন্য ঃ এক গ্লাস হালকা গরম পানিতে এক চামচ লেবু ও এক চামচ আদার রস এবং দু'চামচ মধু
মিশিয়ে খেলে কোষ্ঠকাঠিন্য রোগ ভালো হয়।
♦শক্তিবর্ধক ঃএক কাপ দুধে এক চামচ মধু মিশিয়ে প্রতিদিন সকালে পান করলে বলবৃদ্বি পাবে।
♦চর্ম রোগ ঃ রোজ সকালে ২০গ্রাম মধু ঠাণ্ডা পানিতে
মিশিয়ে ৪-৫ মাস সেবন করুন।অকল্পনীয় উপকার পাবেন।
♦অনিদ্রা ঃ অনিদ্রা অনিয়মিত হতে থাকলে শোওয়ার আগে পানির সঙ্গে মধু সেবন করুন।
♦রক্তচাপ ঃ দু'চামচ মধুর সঙ্গে এক চামচ লেবুর রস মিশিয়ে সেবন করুন।
♦মেদ ঃ হালকা গরম পানিতে মধু মিশিয়ে করলে মেদ কমে শরীর ছিপছিপে হয়।