উত্তর : First State : একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ক্ষমতাসীন দলকে রাজনৈতিক দলকে First State বলে। বর্তমানে আওয়ামী লীগ First State.
Second State: দেশের প্রধান বিরোধী দলকে Second State বলা হয়। বর্তমানে জাতীয় পার্টি Second State.
Third State : দেশের সুশীল সমাজের প্রতিনিধিদেরকে Third State বলা হয়।
Fourth State: দেশের প্রধান জাতীয় সংবাদপত্রগুলোকে Fourth State বলা হয়।
Fifth Column: নিজ দেশ বা সরকারের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্রে লিপ্ত, দেশের স্বার্থ বিরোধী কাজে লিপ্ত এবং শত্রুকে সহায়তা করে, তাদেরকে বলা হয় Fifth Column. যেমনঃ বিভিন্ন জঙ্গিগোষ্ঠী।