উত্তর : North-South Gap হচ্ছে একটি আর্থ-সামাজিক এবং রাজনৈতিক বিভাজন। এখানে উত্তর বলতে সামগ্রিকভাবে উন্নত দেশ গুলোকে এবং দক্ষিণ বলতে LDC এর ৪৭টি দেশ ও উন্নয়নশীল দেশগুলোকে বুঝানো হয়েছে। উত্তর অংশে রয়েছে আমেরিকা, কানাডা, ইউরোপ ও এশিয়ার উন্নত অংশ এবং দক্ষিণ অংশে রয়েছে আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং এশিয়ার স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলো।
স্নায়ুযুদ্ধকালীন হতেই এই ধরণের বিভাজন সৃষ্টি হয়েছিল রাষ্ট্র সমূহের উন্নয়ন ও অর্থনীতির উপর ভিত্তি করে। তখন সমগ্র বিশ্বকে পূর্ব ও পশ্চিম এই দুই ব্লকে বিভক্ত করা হয়েছিল। সে সময়ে সোভিয়েত রাশিয়া ও চীন ছিল পূর্ব ব্লকে আর পশ্চিম ব্লকে। কিন্তু বর্তমানে এই উত্তর-দক্ষিণ বিভাজন গড়ে উঠেছে শুধু অর্থনৈতিক সূচকের উপর ভিত্তি করে। কেননা ভৌগোলিকভাবে উত্তর অংশের দেশগুলো বেশি উন্নত ও সমৃদ্ধ। অন্যদিকে দক্ষিণের দেশগুলো অনুন্নত ও প্রযুক্তিগতভাবে পিছিয়ে পড়া।.এই উত্তর ও দক্ষিণের পার্থক্যকেই North-South gap বলা হয়।