ডেন্টাল স্ট্রোমা হলো দাতের ভাঙন বা ক্ষয়। এসিডিটি (কেবল মিষ্টিজাতীয় খাবার না টুথপেস্ট ঠিক মতো না ধুলেও হতে পারে।) অথবা আঘাতের কারণে দাঁত ভেঙ্গে বা ক্ষয় হয়ে দাতের পেলার ডেন্টিন থাকে শুরু করে টুথ এনামেল পর্যন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে।
আমি ইন্টারনেট ঘেঁটে ও ফেসবুক সিনিয়ারদের থেকে জেনেছি, বিষয়টা নিয়ে বলতে গিয়ে এখনও পশম খাড়া হয়ে যাচ্ছে। আমি ছোট ছিলাম বয়স ৪-৭ হবে! আমি দেয়াল থেকে একটা পেরেক কামড় দিয়ে তুলতে গিয়েছিলাম। কম করে হলেও ১৫ দিন থেকে ২১ দিন ভুগেছিলাম।
সারাদিন দাঁত দিয়ে হাল্কা টক রস বের হতো । চাবিয়ে খাবার খেতে পারতাম না।খাবার হিসেবে আইসক্রিম এবং ঠাণ্ডা দুধ খাওয়ার পরামর্শ পেয়েছিলাম।