৯০ দশকের দিকে বাংলাদেশে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের যাত্রা শরু হয়। এখন পর্যন্ত প্রায় ৬০ বেসরকারী বিশ্ববিদ্যালয় রয়েছে। এই বিশ্ববিদ্যালয় গুলোর প্রাথমিক যাত্রা এত সুখকার ছিল না। বাংলাদেশে গত এক দশকে উচ্চ শিক্ষার ক্ষেত্রে সরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যাপক প্রসার হয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ে উচ্চ মাত্রায় পড়াশোনার খরচ এবং কোনো কোনো ক্ষেত্রে শিক্ষার মান নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন । তবে বর্তমানে উচ্চ শিক্ষার ক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয় বেশকিছু ক্ষেত্রে এগিয়ে থাকছে। সরকারি বিশ্ববিদ্যালয়ে রাজনীতির ব্যপক প্রসার রয়েছে সেক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলোর তেমন প্রভাব নেই।