উচ্চ শিক্ষার গুণগত মান নিশ্চিত কারার মূল লক্ষ্য হল, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জনের পর কেউ যেন শিক্ষিত ও অভিজাত বেকারে পরিণত না হয়ে যায়। দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বর্তমান ৩৯ লাখ শিক্ষার্থী অধ্যায়ন করছে। শিক্ষার্থীর সংখ্যায় বাংলাদেশের স্থান বিশ্বে চতুর্থ। কিভাবে উচ্চ শিক্ষার গুণগত মান নিশ্চিত হবে তার একটি সম্যক বিশ্লেষণ নিচে পয়েন্ট আকারে দেয়া হল। যেমন -
১. মানসম্পন্ন শিক্ষা ও উন্নত গবেষণার ওপর গুরুত্বারোপ করতে হবে।
২. শিক্ষার পাশাপাশি সমসাময়িক জ্ঞান, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ বিভিন্ন পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমে শিক্ষার্থীদের উৎসাহিত করতে শিক্ষক ও গবেষকদের কাজ করতে হবে।
৩. শিক্ষকদের রাজনৈতিক প্রভাব কমাতে হবে। যাতে তারা গবেষনায় মোনযোগ দেয়।
৪. বিশেষত শিক্ষক নিয়োগ দেয়া।
৫. মেধাবীদের শিক্ষকতায় আকৃষ্ট করতে হবে।
৬. মানসম্পন্ন উচ্চশিক্ষার ব্যাপারে কোন আপোষ না করা।
৭. বিশ্বমানের কারিকুলাম প্রস্তুত করা।
৮. জাতীয় বাজেটের উচ্চশিক্ষা খাতে সরকারি বরাদ্দ বাড়ানো।
৯. প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলির মান আরো বাড়ানো।
১০. জবের ক্ষেত্রে মেধাবিদের গুরুত্ব দেয়া।