১৯০১ সাল থেকে ৯৮ টি নোবেল শান্তি পুরষ্কার দেয়া হয়েছে। এ পর্যন্ত ১৯ বার এই পুরোষ্কার দেয়া হয় নি। ২০১৮ সালেও এই পুরষ্কার স্থগিত আছে। সব মিলিয়ে ২০ বার এই পুরষ্কার দেয়া হয় নি। ১৯১৪-১৯১৬, ১৯১৮, ১৯২৩, ১৯২৪, ১৯৩২-১৯৪৩, ১৯৪৮, ১৯৫৫-১৯৫৬, ১৯৬৬-১৯৬৭, ১৯৭২ এবং ২০১৮ সালে এটি প্রদান করা হয়নি।
নোবেল ফাউন্ডেশনের বিধিসমূহের মধ্যে এটি বলে: "যদি বিবেচনার অধীনে কোনও কাজ প্রথম অনুচ্ছেদের মধ্যে উল্লেখ করা না হয় তবে পুরস্কারটি পরবর্তী বছর পর্যন্ত সংরক্ষিত থাকবে। এমনকি, যদি পুরস্কারটি নাও দেওয়া হয় পুরস্কার প্রদান করা হবে, ফাউন্ডেশন এর সীমাবদ্ধ তহবিলে অর্থ যোগ করা হবে। " বিশ্বযুদ্ধের প্রথম ও দ্বিতীয় সময়, নোবেল পুরস্কারের সংখ্যা কম ছিল।