স্বেচ্ছায় নোবেল পুরুষ্কার প্রত্যাখ্যান করেছেন এ পর্যন্ত দুইজন;
১। জন পল সাঁত্রে - ১৯৬৪ সালে তাকে সাহিত্যে নোবেল পুরুষ্কারে ভূষিত করলে তিনি তা প্রত্যাখ্যান করেন। কারণ তিনি নিজের কাজের জন্য অফিশিয়াল সকল পুরুষ্কার প্রত্যাখ্যান করছিলেন।
২। লী ডাক থো- ১৯৭৩ সালে যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট হেনরি কিসিঞ্জারের সাথে তাকে যৌথভাবে শান্তিতে এই পুরুষ্কার দেয়া হয়। তাদেরকে এই পুরুষ্কার দেয়া হয় ভিয়েতনাম শান্তি চুক্তিতে মধ্যাস্থতা করার জন্য। ্কিন্তু ভিয়েতনামের ততকালীন পরিস্থিতিকে কারণ দর্শিয়ে তিনি পুরুষ্কারটি নিতে অস্বীকার জানান।