মূলত যৌন নিপীড়ন এবং হয়রানির মূলক কিছু ঘটনার কারণে, এবার ২০১৮ সালে নোবেল পুরস্কার স্থগিত ঘোষণা করা হয়েছে।
মূল ঘটনা হলো, নোবেল কমিটির তত্ত্বাবধান ও অর্থায়নে পরিচালিত একটি প্রকল্পে দায়িত্ব নিয়েছিলেন একজন নারী সদস্য জার নাম ক্যাথরিন ফ্রোস্তেনসন। এখানে ঘটনার সাথে ক্যাথরিন ফ্রোস্তেনসনের স্বামী আলোকচিত্রশিল্পী জঁ ক্লদ আরনল্ট জড়িত আছেন। যিনি বিভিন্ন সময়ে নারী কেলেঙ্কারির সাথে জড়িত। তার বিরুদ্ধে ১৮ জন নারী যৌন নিপীড়নের অভিযোগ করেন। ফলে নোবেল পুরষ্কার কমিটিতে ক্যাথরিন এর জন্য পদত্যাগের আহ্বান জানান অনেক কমিটির সদস্য। কিন্তু সিদ্ধান্ত সভায় তার পদত্যাগ নাকচ হয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে স্থায়ী সেক্রেটারিসহ চারজন পদত্যাগ করেন। ফলে নতুন সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কোরাম সংকট দেখা যায়। পরবর্তীতে সিদ্ধান্ত নেয়ার জন্য ১০ জন সক্রিয় সদস্য বৈঠকে বসেন এবং তারা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এবছর ২০১৮ সালে নোবেল পুরস্কার স্থগিত ঘোষণা করেন।