পেইজা একাউন্ট খোলা খুবই সহজ। এর জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে পেইজা ওয়েবসাইটে গিয়ে sign up বাটনে ক্লিক দিতে হবে।
ক্লিক করার পরে একটি page আসবে।
সেখানে দুটি অপশন আপনি পাবেন; প্রথম অপশন হলো “Prsonal account” আর দ্বিতীয় অপশন হলো “Business account”। আপনি যে একাউন্ট করতে চান সেই অ্যাকাউন্টটি সিলেক্ট করে পরবর্তী পেজে চলে যাবেন।
ধরুন আপনি "Personal account" সিলেক্ট করেছেন। এখন একই পেজে আপনার personal account create করার জন্য যে ফিল্ড গুলো আসবে সেগুলো আপনাকে পূরণ করতে হবে। তারপরে "Get started" বাটনে চাপ দিতে হবে।
আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে। এখন আপনাকে যেটা করতে হবে সেটি হলো; আপনি যে ইমেইল আপনার অ্যাকাউন্ট তৈরি করার জন্য দিয়েছিলেন সেখানে গিয়ে একটি ভেরিফিকেশন ইমেইল পাবেন। যেটা পেইজা থেকে আসবে। ইমেইল ভেরিফাই করার পরে, আপনাকে যেটা করতে হবে সেটি হল আপনার প্রোফাইল কমপ্লিট করতে হবে। সেটি করার জন্য আপনার বাড়ির ঠিকানা, আপনার ভোটার আইডি দিয়ে করতে হবে। এর মাধ্যমে আপনি সম্পূর্ণরূপে ভেরিফাই হবেন Payza থেকে। এখানে আরেকটি ব্যাপার হল ভেরিফিকেশন প্রসেসের মধ্যে আপনার ডিজিটাল ফটো অথবা স্ক্যান করা ফটো পেজার কাছে জমা দিতে হবে। এখন আপনাকে আপনার ব্যাংক একাউন্ট এ্যড করতে হবে সব বাংক ডিটেলস দিয়ে।
তো হয়ে গেল আপনার Payza একাউন্ট। ধন্যবাদ