স্কাইপ একাউন্ট খোলা খুবই সহজ আপনি চাইলে আপনার মোবাইল থেকেও skype account খুলতে পারবেন আবার ডেস্কটপ থেকেও খুলতে পারবেন।
প্রথমে আপনি skype.com এ যাবেন। সেখানে Sign in option পাবেন, সেখানে ক্লিক দিলে drop down menu থেকে Sign up লিংক পাবেন এবং সেখানে ক্লিক দিবেন।
এখন যে পেজটি আসবে, সেখানে আপনি আপনার ফোন নম্বর দিয়ে অথবা ইমেইল ইউজ করে আপনার account create করতে পারেন। ফোন নাম্বার দিয়ে করতে চাইলে phone number অপশনে গিয়ে আপনার ফোন নাম্বার দিয়ে নেক্সট বাটন চাপুন। আর ইমেইলে করতে চাইলে “Use your email instead” এই লিংকে ক্লিক দিন। ক্লিক দিলেই আপনি আপনার ইমেইল দেওয়ার জন্য একটি পেজ পাবেন। সেখানে আপনি আপনার ইমেইলটি দিন এবং next বাটন চাপুন।
এখন যে পেজটি আসবে, সেই পেজে আপনি আপনার স্কাইপের জন্য একটি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেয়া হয়ে গেলে “Next” বাটন চাপুন।
এখন যে পেজটি আসবে, সেটিতে আপনার "First Name" এবং "Last Name" দিয়ে next বাটন চাপুন।
এখন ভেরিফিকেশন করতে হবে।
আপনি যদি ইমেইল দিয়ে আপনার অ্যাকাউন্ট করে থাকেন। তাহলে আপনার ইমেইল অ্যাকাউন্টে একটি ভেরিফিকেশন কোড গিয়েছে। সেই কোডটি আপনি এখানে বসিয়ে “” চাপ দিলেই আপনি আপনার পরবর্তী একাউন্ট তৈরির কাজ শুরু হয়ে যাবে। বলতে গেলে একাউন্ট তৈরি হয়ে যাবে। মোবাইল দিয়ে করে থাকেন। তাহলে মোবাইল নাম্বারে একটি মেসেজ যাবে। মেসেজে একটি কোড থাকবে সেটি এখানে বসেই আপনি আপনার অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন। এর মাঝে আপনাকে একবার নিরাপত্তা লেখা দিতে হবে।
তাহলে হয়ে গেল আপনার Skype একাউন্ট।