একটি ইমেইল একাউন্ট খুলতে আপনার যা যা লাগবে।
-
একটি কম্পিউটার, স্মার্টফোন অথবা ট্যাবলেট।
-
সাথে ইন্টারনেট কানেকশন।
এখন আমরা দেখবো কি ভাবে আপনি খুব সহজে জিমেইল একাউন্ট খুলবেন। মেইল একাউন্ট খোলার ক্ষেত্রে সব মেই ল সার্ভিসের পদ্ধতি তুলনামূলক একই হয়। তাহলে আসুন দেখে নেই কিভাবে আপনি খুব সহজে একটি ই-মেইল একাউন্ট খুলবেন।
১. প্রথমে www.gmail.com - এ যান।
২. “Create account” বটনে চাপ দিন।
৩. এখন আপনি একটি সাইনআপ ফর্ম দেখতে পারবেন। ফর্মে দেয়া নির্দেশাবলী অনুসরণ করুন এবং প্রয়োজনীয় তথ্য ফর্মে লিখুন।
৪. এরপর গুগোলের “Google's Terms of Service and Privacy Policy” অপশনটিতে টিক চিহ্ন দিন ক্লিকের মাধ্যমে।
৫. তারপর আপনি একটি রিকাভারি অপশন পাবেন যেখানে আপনি আপনার ফোন নাম্বার এবং অন্য কোন ইমেইল আগেই থাকলে তা এখানে উল্লেখ করতে পারবেন। রিকাভারি হল যদি আপনি একাউন্টের পাসওয়ার্ড ভুলে যান তাহলে জিমেইল আপনাকে একাউন্ট উদ্ধার করার জন্য কোড পাঠাবে। সেটা মোবাইল বা অন্য কোন ইমেইল হতে পারে যেটিতে আপনার এক্সেস আছে।
৬. এরপর আপনি একাউন্টটি সফল ভাবে তৈরী হয়েছে তার মেসেজ পাবেন। এখান থেকে আপনি “Continue to Gmail” বাটনে চাপ দিলেই ইনবক্সে চলে যাবেন।
তো হয়ে গেল আপনার একটি নিজস্ব ই-মেইল একাউন্ট। যেখান থেকে আপনি অন্য কাউকে মেইল পাঠাতে এবং রিসিভ করতে পারবেন।