১. টুইট করার শুরুতে হ্যাশট্যাগ ব্যবাহার না করাই ভালো।
২. প্রতিটি টু্ইটে ৩টির বেশী হ্যাশট্যাগ ব্যবাহার করা ঠিক নয়।
৩. ফলোয়ারের জন্য বেশী কাজ না করে আপনার ফলোয়ারদের সাথে কমিউনিকেশন বাড়ান।
৪. আপনি তাদেরকেই ফলো করবেন যারা কমিউনিকেশন বেশী করে।
৫. যারা আপনাকে ফলো করে না তাদের ম্যাসেজের মাধ্যমে জানাতে পারেন। অথবা তাদেরকে বিভিন্ন গল্প বা আইডিয়া ম্যাসেজের মাধ্যমে আপনার ফলোয়ার বানাতে পারেন।
৬.টুইটারে এখন ২৪০ ক্যারেকটার লেখা যায়। তাই আরো মতামত বা পোস্ট করুন।
৭. আপনার টুইটারে একটি আকর্ষনীয় বায়ো লিখুন।
৮. রিটুইটের ক্ষেত্রে আজেবাজে টুইট করা থেকে বিরত থাকুন।
৯. সবশেষে, মানসম্মত টুইট তৈরি করুন এবং খুব ভালো মানের কন্টেন্ট সঙ্গে মানুষের সামনে তুলে ধরুন!
ধন্যবাদ