অসাবধানতাবশত শব্দের শেষে ’স্থ’ স্থলে ’স্ত’ এবং ’স্ত’ স্থলে ’স্থ’ ব্যবহারের ভ্রম>>>>>>>
★ কোনো শব্দ থেকে' স্ত ' বাদ দিলে কোনও অর্থবোধক শব্দ পাওয়া না গেলে সেই শব্দের বানানে ' স্ত ' হবে। যেমন 'পরাস্ত' শব্দটি হতে ‘স্ত’ বাদ দিলে যে পরা শব্দাংশ পাওয়া যায় তা অর্থবোধক নয়। তেমনি, গ্রস্ত শব্দের ‘স্ত’ বাদে যে গ্র , তা-ও কোনও অর্থ বহন করে না। তাই লিখতে হবে পরাস্ত, পরাস্থ নয়; গ্রস্ত, গ্রস্থ নয়
একমাত্র ব্যতিক্রম: সমস্ত
★কোনো শব্দ থেকে 'স্থ' বাদ দিলেও একটি অর্থবোধক শব্দ পাওয়া যায়। অর্থাৎ, অর্থবোধক শব্দের পরই ’স্থ’ বসে। যেমন— ‘তটস্থ’ শব্দটি থেকে ‘স্থ’ বাদ দিলে ‘তট’ এবং ’কন্ঠস্থ’ হতে ‘স্থ’ বাদে ’কন্ঠ’; এ দুটি শব্দই অর্থপূর্ণ।
২ টি ব্যতিক্রম: ’দুঃস্থ’ ও ’স্বাস্থ্য’
--------------------------------------------------------------------------
এই লেখাতে বানান ভুল হলে মন্তব্য লিখুন