য়' এবং ' ই' এর ভুল>>>>>>
এই ভুল রসিকতার মত হয়ে গেছে, কারণ অনেক বড় বড় পদে চাকরি করা লোকজনও 'য়'এর পরিবর্তে 'ই' লিখে আর 'ই' এর পরিবর্তে 'য়' লিখে।
যেমন অনেকেই লিখে,
@আমি যেতে চায়(চাই হবে)
@এতে আমার সমস্যা নেয় (নেই হবে)
@ ওরা সবাই আপনাকে মেয়র পদে দেখতে চাই(চায় হবে)
@তারা ভাত খেতে চাই(চায় হবে)
একদম সহজ ভাষায় বললে, আমি বা আমরা (১ম পুরুষ) যখন কোন কাজ করব তখন অবশ্যই 'ই' হবে। আর আমি ব্যতীত অন্যরা অর্থাৎ তারা (তৃতীয় পুরুষ) কেউ কিছু করতে চাইলে,যেখানে আমি জড়িত নই সেখানে 'য়' হবে। যেমন:
@আমি সরকারি চাকরি চাই(চায় হবে না)
@ আমি মাছ খাই না (খায় না হবে না)
@সে তোমার কী হয়? (হই হবে না)
@ছেলেটি স্কুলে যায় (যাই হবে না)