লীগ অব নেশনস(League of nations):-
প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯১৯ সালে প্যারিস সম্মেলনে যুদ্ধের সম্ভাবনাকে দূ্র করে যুদ্ধের পরিবর্তে আপোষ-মিমাংসা দ্বা্রা আন্তর্জাতিক সমস্যা সমাধান করে বিশ্ব শান্তি বজায় রাখার জন্য যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট উইলসনের বিখ্যাত চৌদ্দ দফা শর্তের ভিত্তিতে লীগ অব নেশনস গঠিত হয়।এটার প্রধান কার্যালয় স্থাপিত হয় জেনেভা শহরে,
চারটি প্রধান সংস্থা নিয়ে এর রাষ্ট্রসংঘ গঠন করা হয়।
সংস্থা গুলো হচ্ছেঃ-
01.একটি পরিষদ(Assembly),
02. একটি আন্তর্জাতিক বিচারালয়(International Court),
03.একটি কাউন্সিল(Council),
04.একটি স্থায়ী কার্যসংসদ(Secretariat)।
পাঁচটি স্থায়ী রাষ্ট্র ছিল-
01.গ্রেট ব্রিটেন,
02. যুক্তরাষ্ট্র,
03. ইতালি,
04.ফ্রান্স
05.জাপান