নতুন সংসার মানিয়ে নেওয়ার উপায় নিন্মরুপঃ
১.ঘর ভাগাভাগি: দীর্ঘদিন নিজের ঘরে নিজের মতো থাকার পরে হঠাৎ
করে অন্য কারও সঙ্গে ঘর ভাগ করে নিতে হলে একটু অস্বস্তি আপনার
হতেই পারে। আপনার ঘুমের অভ্যাস, খাওয়ার রুটিন ও অন্যান্য স্বভাব না মিললে
মুশকিল। এমনকি গোসল শেষে ভেজা তোয়ালে কোথায় রাখেন, এটা
নিয়েও বাঁধতে পারে খিটিমিটি!
২.স্বাধীনতায় ছাড়: অবিবাহিত জীবন অনেকটাই নিজের খেয়ালখুশিতে
কাটানো যায়। কিন্তু বিয়ের পরেও তেমনটা আশা করা বোকামি। যেহেতু
আপনি কোনো একজনের সঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত
নিয়েছেন, তাই তার পছন্দ-অপছন্দ, মতামতের বিষয়টিও মাথায় রাখতে হবে।
বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যান কিংবা শপিংয়ে, সঙ্গীকে অবশ্যই তা
জানাতে হবে।
৩.খরচে লাগাম: হতে পারে দুজনেই আপনারা কর্মজীবী। মাসশেষে
দুজনেই ভালো অংকের টাকা ঘরে তোলেন। স্বামীর উপার্জনে
যেমন স্ত্রীর অধিকার রয়েছে, ঠিক তেমনই স্ত্রীর উপার্জনে
রয়েছে স্বামীর অধিকার। কিন্তু যদি এমন হয়, দুজনের মধ্যে একজন খরচ
করতে বেশ ভালোবাসেন অপরদিকে অপরজন ভালোবাসেন হিসেব
করে চলতে। তখন এ নিয়ে মতের অমিল দেখা দিতেই পারে।
৪.শ্বশুর-শাশুড়ি: বাঙালি পরিবারে বিয়ের পর মেয়েরা সাধারণত শ্বশুর-শাশুড়ির
সঙ্গেই থাকতে শুরু করেন। নববিবাহিত বধূর পক্ষে সম্পূর্ণ নতুন কিছু
মানুষের সঙ্গে মানিয়ে নেওয়া বেশ কঠিন। নতুন পরিবারের নিয়মকানুন,
নতুন পরিবেশ, এ সবই সামলাতে হয় নতুন বউকে। কাজেই এই জায়গাটায় সাবধান
হওয়ার দরকার রয়েছে।