সাম্প্রতিক_ঘটনাপ্রবাহ
০১| বর্তমানে বাংলাদেশ কতটি দেশে GSP সুবিধা পাচ্ছে?
®__৩৮টি দেশে
০২| বর্তমানে কতটি জেলায় জাতীয় মহাসড়ক নেই?
®__১০টি জেলায়
০৩| বর্তমানে দেশে বাণিজ্যিকভাবে কত প্রকারের ফল উৎপাদিত হয়?
®__৪৫ প্রকারের
০৪| দেশে প্রথম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হবে কোথায়?
®__বাগেরহাটের মোংলা পৌরসভায়
০৫| বাংলাদেশ শিপিং কর্পোরেশনে(BSC) যুক্ত হওয়া সর্বশেষ জাহাজের নাম কী?
®__এমটি বাংলার অগ্রগতি
০৬| দেশের প্রথম নারী আলোকচিত্রীর নাম কী?
®__সাইদা খানম
০৭| দেশের প্রথম স্থায়ী EPI টিকাকেন্দ্র কবে, কোথায় চালু হয়?
®__১৩ জুন ২০১৯, রংপুর শহরে
০৮| শীতলক্ষ্যা নদীর উপর নির্মিত দ্বিতীয় কাঁচপুর সেতুর বর্তমান নাম কী?
®__শীতলক্ষ্যা সেতু
০৯| মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন,২০১২ কার্যকর হয়েছে কবে?
®__১জুলাই ২০১৯।৪টি স্তর
১০| ভারতের প্রথম নারী অর্থমন্ত্রীর নাম কী?
®__নির্মলা সীতারমণ
১১| উইনেস্কো ঘোষিত প্রথম বিশ্ব স্থাপত্য রাজধানী কোনটি?
®__রিও ডি জেনিরো, ব্রাজিল ২০২০
১২| লিচু উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
®__চীন
১৩| বৈশ্বিক বাস্তুচ্যুতিতে শীর্ষ দেশ কোনটি?
®__সিরিয়া
১৪| বৈশ্বিক শরণার্থী গ্রহণে শীর্ষ দেশ কোনটি?
®__তুরস্ক
®__নোট রমজান
১৫| "Underwater Cultural Heritage" ঘোষণা করে কোন সংস্থা?
®__ইউনেস্কো
১৬| হংকং এর আইন পরিষদের নাম কী?
®__LegCo
১৭| ১৪তম G20 শীর্ষ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়?
®__২৮-২৯জুন ২০১৯ জাপানের ওসাকা
১৮| ৩৪তম আসিয়ান শীর্ষ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়?
®__২০-২৩ জুন ২০১৯,ব্যাংককে
১৯| বর্তমানে দেশে পিটিআই কতটি?
®__৬৮টি(বেসরকারি ১টি,ময়মনসিংহে)
২০| মাধবকুণ্ড ইকোপার্ক কোথায় অবস্থিত?
®__বড়লেখা,মৌলভীবাজারে
২১| দেশে প্রথম লোহার খনি আবিষ্কৃত হয়েছে কোথায়?
®__হাকিমপুর,দিনাজপুরে
২২| ২০১৯ এ ঘোষিত বাজেট দেশের কততম বাজেট?
®__৪৯তম(অন্তর্বতীকালীনসহ)
২৩| ঘোষিত বাজেটের পরিমাণ কত?
®__৫ কোটি ২৩ লক্ষ ১৯০ হাজার কোটি টাকা
®__মাথাপিছু আয় ১৯০৯ মা.ড.
২৪| ধান ও মাছ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
®__ময়মনসিংহ
২৫| গম উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
®__ঠাকুরগাঁও
২৬| চা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
®__মৌলভীবাজার
২৭| পাট উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
®__ফরিদপুর
২৮| আলু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
®__মুন্সিগঞ্জ
২৯| আম উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
®__রাজশাহী
৩০| তুলা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
®__ঝিনাইদহ