বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের চারটি গোপন রহস্য
*********************************************
গত ৯ থেকে ১০ বছরে বাংলাদেশের ৮ মিলিয়ন লোক দরিদ্র সীমার উপরে উঠে এসেছে, মাথাপিছু আয় বেড়েছে তিন গুণ (বিশ্ব ব্যাংক)। তাই ‘ওয়াল্ড ইকোনোমিক ফেরাম’ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ৪-টি রহস্য খুঁজে বের করেছে।
এক- ২য় বৃহত্তম পোশাক শিল্প। প্রতি বছর ১৬ শতাংশ করে বাড়ছে পোশাক রপ্তানি (নিক্কেই এশিয়ান রিভিউ)।
দুই- জনসংখ্যার ডিভিডেন্ড (dividend)। মানব সম্পদে বাংলাদেশ বিশ্বের ৮ম। এ জনসংখ্যার অর্ধেকের বেশি লোকের বয়স ২৫ বছরের নীচে (সিআইএ)। ফলে সরকারের ডিজিটাল উন্নয়নের সুফলকে তারা সহজে অর্থনৈতিক উন্নয়নের হাতিয়ারে রূপান্তর করতে পারছে।
তিন- ডিজিটাল শক্তি। আইটি ফ্রিল্যান্সিংয়ে বাংলাদেশ এখন বিশ্বে প্রথম (পিএমও)। দেশে এখন ৬,০০,০০০ এর বেশি আইটি ফ্রিল্যান্সার আছে। প্রযুক্তির উন্নয়নের ফলে এই বিপুল সংখ্যক তরুণও দেশের অর্থনীতিতে অবদান রাখছে।
চার- জ্ঞানের ভিত্তিতে অব্যাহত সামাজিক অগ্রযাত্রা। বাংলাদেশের কৃষি ও উৎপাদন শিল্পের বহুমূখীকরণ, নিত্য নতুন সব আধুনিক প্রযুক্তিগত উন্নয়ন, নতুন নতুন উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের শুল্ক সুবিধামূলক প্রণোদনা, নিয়ত বিনিয়োগ আকর্ষণের জন্য ১০০-টি ‘বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ (Special Economic Zone) গড়ে তোলার কার্যক্রম, ৮ শতাংশের উপরে জিডিপির প্রবৃদ্ধি (বিশ্ব ব্যাংক) ও আগামী ২০ বছরের মধ্যে উন্নত দেশে পরিণত হতে নিরলস প্রচেষ্টা।