ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা এর মজুদ বাড়ানো হয় চিকিৎসা কাজে ও বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ ব্যবহারের জন্য। কিন্তু এটি যদি অত্যধিক পরিশোধিত হয়, তাহলে সেই ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক বোমা বানানো যায়। পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ৯০ শতাংশের বেশি পরিশোধিত ইউরেনিয়াম প্রয়োজন।
পরমাণু চুক্তি অনুযায়ী ইরানকে ৩ থেকে ৪ শতাংশ পরিশোধিত ইউরেনিয়াম উৎপাদনের অনুমতি দেওয়া হয়েছে এবং ইরান এই মাত্রার ৩০০ কেজির বেশি ইউরেনিয়াম রাখতে পারবে না। ১৩০ টনের বেশি ভারী পানি, যার মধ্যে সাধারণ পানির চেয়ে বেশি হাইড্রোজেন থাকে, তা সংরক্ষণ করতে পারবে না ইরান।
সেই সঙ্গে দেশটির আরাকে অবস্থিত বিশেষায়িত পানির মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নকশা নতুন করে করতে হবে। বিশেষায়িত পানির রি-অ্যাক্টরে প্লুটোনিয়াম থাকে, যা পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহূত হয়।