উত্তর : Foreign Direct Investment (FDI) বা সরাসরি বৈদেশিক বিনিয়োগ হলো একটি দেশের স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধিতে দীর্ঘমেয়াদি অর্থায়নে অবদান রাখা।
Foreign direct investment (FDI) is an investment made by a company or individual in one country in business interests in another country, in the form of either establishing business operations or acquiring business assets in the other country, such as ownership or controlling interest in a foreign company. (Source: Investopedia).
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে যে, ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশে মোট FDI এসেছে ৩০৩ কোটি ৭৯ লাখ ডলার যা নীট FDI হিসেবে দাঁড়িয়েছে ২৪৫ কোটি ৪৮ লাখ ডলারে। এর মধ্যে সিঙ্গাপুরের ব্যবসায়ীরা বিনিয়োগ করেছেন ৭৬ কোটি ২২ লাখ ডলার। গত অর্থবছরে দেশটির নীট বিনিয়োগ দাঁড়িয়েছে ৭০ কোটি ১৪ লাখ ডলার। বিশ্বের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি FDI রয়েছে যুক্তরাষ্ট্রের এবং বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেশি FDI করেছে সিঙ্গাপুর। বাংলাদেশ সরকারের বৈদেশিক বিনিয়োগের সমন্বয়কের ভূমিকা পালন করে বাংলাদেশ বিনিয়োগ বোর্ড।