উত্তর : অর্থনৈতিক ব্যবস্থায় বিভিন্ন সংস্কার সাধন করে বিশ্বব্যাপী অর্থ চলাচল, অর্থসংগ্রহ, অর্থবিনিয়োগ দ্রুততার সাথে সম্পন্ন করা গেলে তাকে বলা হয় আর্থিক উদারীকরণ বা বিশ্ব আর্থিক উদারীকরণ। বিভিন্ন দেশের আর্থিক বাজারের একত্রীকরণ বা সমন্বয়ের মাধ্যমে আর্থিক বাজারের উদারীকরণ ঘটে। আর্থিক উদারীকরণ ক্ষেত্রে বাজার অর্থনীতির আদর্শ অনুসরণ করা হয়।
Financial Liberalization is when restrictions on financial markets and fainacial institutions are eliminated, or when financial innovations such as subprime mortgage loans are introduced to the financial markets.