উত্তর : বাণিজ্য উদারীকরণের ফলে বিশ্বের বিভিন্ন দেশে উৎপাদিত শিল্প পণ্য প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে। বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠার মাধ্যমে বাণিজ্য উদারীকরণের উদ্যোগ গ্রহণ করা হলেও প্রতিযোগিতার সম্মুখীন বিভিন্ন রাষ্ট্র নানাবিধ কৌশলে সংরক্ষণেরন নীতি গ্রহণ করতে বাধ্য হচ্ছে।
বিদেশী শিল্পের প্রতিযোগিতা থেকে সংরক্ষণের নীতি হলো একটি কৌশল, যে কৌশলের মাধ্যমে আমদানী বাণিজ্যকে নিয়ন্ত্রণ করা হয়। বাণিজ্যের বিশ্বায়নের ফলে কোন রাষ্ট্রের অভ্যন্তরীণ উৎপাদন হুমকির সম্মুখীন হলে আমদানী বাণিজ্য নিয়ন্ত্রণ করার জন্যে যে কৌশল অবলম্বন করা হয় সএটিই হলো সংরক্ষণের নীতি (Portectionism)।
Protectionism is the economic policy of restricting imports from other countries through methods such as tariffs on imported goods, import quotas, and a variety of other government regulations.