বিতর্ক হচ্ছে যুক্তি আর তর্কের সংমিশ্রণ। বিতর্ক তোমাকে সর্বপ্রথম যুক্তি দিয়ে চিন্তা করা শেখাবে এবং নিজের মতামতকে সুন্দরভাবে উপস্থাপন করা শেখাবে। সবার সামনে নিজের মতামতকে উপস্থাপনের সাহসও তুমি বিতর্ক থেকে সঞ্চয় করতে পারো। নিজের মতামত প্রকাশের পাশাপাশি অন্যের মতামত শোনা ও তা শ্রদ্ধা করার মতো নৈতিক গুণাবলীও তুমি বিতর্ক থেকে অর্জন করতে পারো। চাকরিজীবন ও জীবনের সকল পর্যায়ে যে সকল দ্বন্দ্বের মুখোমুখি হতে হয় তখন অধৈর্য না হয়ে, যুক্তি দিয়ে সিদ্ধান্ত গ্রহণ ও অন্যের মতামতকে শ্রদ্ধা করে তা নিজের মতামত উপস্থাপন তোমাকে অন্যদের চেয়ে অনেক এগিয়ে রাখবে। তাই দেরি না করে এখন থেকেই বিতর্ক চর্চা শুরু করে দাও!