কাতার এর অফিসিয়াল নাম হল “স্টেট অব কাতার”। কাতার উপসাগর অঞ্চলে একটি স্বাধীন আমিরাত (একটি আরবি ইসলামিক রাজতন্ত্র)।
দেশটি একটি উপদ্বীপে অবস্থিত, যা আরবীয় উপদ্বীপ থেকে প্রায় ১৬০ কিলোমিটার (৯৯ মাইল) উত্তরের পারস্য (আরব) উপসাগরে, এটি সৌদি আরবের সিমানা দ্বারা ঘেরাও। কাতারের বাহরাইন, ইরান এবং সংযুক্ত আরব আমিরাত এর সাথে সামুদ্রিক সীমানা রয়েছে।
কাতারের সীমানা ১১৫৮৬ কিমি (৪,৪৭৩ বর্গ মাইল) যেদি সাইপ্রাসের চেয়ে ১.২৫ গুণ বড়।
২০১৩ সাল অনুযায়ী কাতারের জনসংখ্যা ২.৬ মিলিয়ন। এর রাজধানী হল দোহা (আদ দাউহ) এবং এর ভাষা হল আরবি। কাতার “State of the League of Arab States” সদস্য রাষ্ট্র।
কাতার একটি ইসলামী রাজতন্ত্র। এর আমিরই এর রাষ্ট্র প্রধান, নির্বাহী এবং আইনশাসন প্রধান, এছাড়াও সরকার শুধুমাত্র তার কাছেই জবাব দিহিতা করবে। কাতারের সংবিধান শরীয়া আইন অনুযায়ী চলে। কাতার বিশ্বের ১৭ তম তৈল উৎপাদন কারি দেশ।
কাতার সম্পর্কে আরো জানতে নিচের লিংকে ক্লিক করুন। -
https://bn.wikipedia.org/wiki/%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0