বিভিন্ন এজেন্সির মাধ্যমে চায়নার ভিসার খরচ সর্ম্পকে জানা যায়। নিচে চায়নার ভিসার খরচ বিভিন্ন ভাগে দেওয়া হল -
১. চায়না ভিসা ডকুমেন্টস ছাড়া (পূর্বে চায়না ভ্রমন থাকতে হবে) ১২,৯৯৯/-
২. চায়না ভিসা ডকুমেন্টসসহ (থাইল্যান্ড,সিঙ্গাপুর, মালয়েশিয়া এর মত ৩ দেশে ভ্রমন থাকতে হবে) ১৪ ,৯৯৯/-
৩. চায়না ভিসা ডকুমেন্টসসহ (সিঙ্গাপুর, মালয়েশিয়া এর মত ২ দেশে ভ্রমন থাকতে হবে) ১৬,৪৯৯ /-
৪. চায়না ভিসা ডকুমেন্টসসহ ( থাইল্যান্ড/সিঙ্গাপুর/মালয়েশিয়া এর মত ১ দেশে ভ্রমন থাকতে হবে) ১৮,৯৯৯/-
৫. চায়না ভিসা ডকুমেন্টস ছাড়া ( ৬ মাসের ডাবল এন্ট্রী ভিসা)(পূর্বে চায়না যাওয়া থাকতে হবে) ১৮,৯৯৯/-
৬. চায়না ভিসা ডকুমেন্টস ছাড়া (১ বৎসর এর মাল্টীপল ভিসা)(পূর্বে চায়না যাওয়া থাকতে হবে) ২৮,৯৯৯/-
৭. চায়না ভিসা ডকুমেন্টস ছাড়া (২ বৎসর এর মাল্টীপল ভিসা)(পূর্বে ১ বৎসরের মাল্টীপল ভিসা থাকতে হবে) ৩৮,৯৯৯/-
আর্জেন্ট (৩ কর্ম দিবসে) ভিসা নিতে হলে অতিরিক্ত ২,৯৯৯/- দিতে হবে!
প্রয়োজনীয় ডকুমেন্টসের তালিকা:
১. পাসপোর্ট, ২ টি ভিজিটিং কার্ড এবং সদ্য তোলা ৩৩*৪৮ সাইজের ২ কপি ছবি।
২. ১, ২ও ৫ এর জন্য : পাসপোর্ট, ২ টি ভিজিটিং কার্ড, সদ্য তোলা ৩৩*৪৮ সাইজের ২ কপি ছবি, বিগত ছয় মাসের ব্যাংক ষ্টেটমেন্ট (ব্যাংক ব্যালেন্স ২,০০,০০০ বা তার অধিক) ও সলভেন্সি লেটার, ট্রেড লাইসেন্সের ফটোকপি (ব্যবসায়ীদের জন্য)/অফিসের আইডি কার্ডের কপি (চাকুরীজীবী দের জন্যে) , অফিসিয়াল প্যাড ২ টি।
ধন্যবাদ