একজন বাংলাদেশি হিসেবে, বাংলাদেশের পাসপোর্টধারি হয়ে আপনি প্রায় ৫০টি দেশ ভ্রমণ করতে পারবেন। বিশ্বের প্রভাবশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের পার্সপোর্টের অবস্থান প্রায়৬৭তম। ভিসা ফ্রি দেশ বলতে সেসব দেশকে বোঝায়, যেদেশে ভ্রমণ করতে কোনরূপ ভিসার প্রয়োজন পরেনা।
উইকিপিডিয়া ও বিভিন্ন দেশের দূতাবাসের তথ্য অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্টধারীদের কোনো ভিসাই লাগবে না এমন দেশগুলো হলো :
১. বাহামাস (চার সপ্তাহ পর্যন্ত)
২. বার্বাডোস (ছয় মাস)
৩. ডোমিনিকা (ছয় মাস)
৪. ফিজি (চার মাস)
৫. গাম্বিয়া (তিন মাস)
৬. গ্রানাডা (তিন মাস)
৭. হাইতি (তিন মাস)
৮. জ্যামাইকা
৯. লেসোথো (তিন মাস)
১০. মালাওয়ি (তিন মাস)
১১. মাইক্রোনেশিয়া (এক মাস)
১২. সেইন্ট কিটস অ্যান্ড নেভিস
১৩. সেইন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রানাডিনস (এক মাস)
১৪. ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো
১৫. ভানুয়াতু (এক মাস)
১৬. মন্টসেরাত (তিন মাস)
১৭. টার্ক অ্যান্ড সিসেরো আইল্যান্ড (এক মাস)
১৮. ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ড (এক মাস)
১৯. মাক্রোনেশিয়া (এক মাস)
২০. নিউয়ি (এক মাস)
এসকল দেশে আপনি ভ্যালিড পার্সপোর্ট দিয়েই ভ্রমণ করতে পারবেন।