আপনি যদি কোরিয়াইয় আসতে চান তাহলে আপনাকে অব্যশই কোরিয়ান ভাষা(ইপিএস-টপিক) পরীক্ষায় পাস করে আসতে হবে।
প্রথমে ইচ্ছুক প্রার্থিদের ইন্টারনেটে আবেদন করতে হবে। সেখান থেকে কোরিয়ান ভাষা পরীক্ষাটি দিতে পারবেন শুধুই তারা, যারা লটারীতে ঠিকবেন। পরীক্ষার বিজ্ঞপ্তিটি বেশকিছু জাতীয় দৈনিকসহ বোয়েসেলের ওয়েবসাইটে(www.boesl.org.bd) প্রকাশ করে থাকে।
যারা আবেদন করতে চান তাদের যেসব প্রাথমিক যোগ্যতা থাকতে হবে তা হলঃ
- বয়স হতে হবে নূন্যতম ১৮ থেকে ৩৯ বছর।
- মেশিন রিডেবল পাসপোর্ট অব্যশই থাকতে হবে।
- কখনো কেউ কোন অপরাধে সাজাপ্রাপ্ত হলে তার আবেদন কোন অবস্থাতেই গ্রহণযোগ্য হবেনা।
- কোরিয়া থেকে যাদেরকে ফেরত পাঠানো হয়েছে বা যারা সেখানে অবৈধভাবে ছিলেন তাদের আবেদন গ্রহণযোগ্য নয়।
উপরোক্ত যোগ্যতা থাকলে আপনি অব্যশই আবেদন করার সুযোগ পাবেন।
লটারীতে নির্বাচিত হওয়ার পর চুড়ান্ত রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হলে আপনাকে দূতাবাসের সময়ামতন আপনাকে কোরিয়ান ভাষার পরীক্ষা দিতে হবে।
পরীক্ষা দেওয়ার পর ইপিএসের ওয়েবসাইটে রেজাল্ট জানিয়ে দেওয়া হয়। সেখান থেকে আপনি জানতে পারবেন আপনি উর্তীর্ন কিনা। পরীক্ষার রেজাল্টের মেয়াদ থাকবে দুই বছর। দুই বছর এর মধ্যে আপনি ভিসা এপ্লাই না করলে, আপনাকে পুনরায় পরীক্ষা দিতে হবে। ভাষা পরীক্ষা উত্তীর্ণ হবার পর আপনার স্কিল টেস্ট ও কম্পিটেন্সি টেস্টে নেওয়া হবে। সাধারণত এসকল টেস্টে প্রার্থীর শারীরিক ক্ষমতা এবং দূরদর্শিতা যাচাই করা হয়।
এই দুই পরীক্ষায় নির্বাচিত প্রার্থীকে এরপর “জব অফার ফর্ম” পুরন করতে হবে। জব অফার ফর্ম পূরণ করার সময় আপনাকে জব ক্যাটাগরি ভাল ভাবে বুঝে সেই অনুযায়ী পূরন করতে হবে।
সবশেষে আপনি কোরিয়ায় যাওয়ার জন্যে মনোনীত হবেন।