ফেসবুক চালানোর সময় আমরা অনেক ধরনের সমস্যার সম্মুক্ষিন হই। নিচে বেশ কিছু সমস্যা ও তার সমাধান দেয়া হল:
১. ফ্রেন্ডস বা ফ্যামিলির কাছ থেকে অতিরিক্ত পোস্ট দিয়ে আপনার ফিড ভরে য়াওয়া - আমাদের ফ্রেন্ডস বা ফ্যামিলির অনেকই আছেন যারা অনেক সময় আজে বাজে বা অযাচিত পোস্ট করেন। এক্ষেত্রে অনেকই আছেন যারা নতুন তারা সহজে বুঝতে পারেন না কিভাবে ফেসবুক চালাতে হয়। সেক্ষেত্রে যদি আপনি তাদের আনফ্রেন্ড করে দেন তাহলে তারা হয়ত কষ্ট পাবে।তা এই ক্ষেত্রে আপনি তাদেরকে আনফলো করে দেবেন। এর জন্য আপনি তাদের টাইমলাইনে গিয়ে “Following” বাটনে ক্লিক করে “Unfollow -Friend Name” সেকশনে ক্লিক দিবেন। এতে তাদের অযাযিত পোস্ট আপনার কাছে আসবে না।
২. গুরুত্বপূর্ন ফ্রেন্ডদের পোস্টগুলো আগে দেখা - অনেক সময় আমাদের কিছু ফ্রেন্ডস বা ফ্যামিলি থাকে বা আমাদের অনেক সেলিব্রিটি ফ্রেন্ডস থাকে যাদের শেয়ার করা পোস্ট আমরা আগে আগে দেখতে চাই। সেক্ষেত্রে আপনি তাদের টাইমলাইনে গিয়ে “Following” বাটনে ক্লিক করে “See Fast” সেকশনে ক্লিক দিবেন। তাহলে তাদের পোস্ট করা যে কোন আপডেট আপনি আপনার নিউজ ফিডে আগে দেখতে পাবেন।
৩. অযাচিত এ্যাড থেকে নিজেকে বাঁচানো - সাধারন ভাবে, ফেসবুক আপনাকে আপনি যেখানেই যান সেখানে ট্র্যাক করে এবং আপনার ব্রাউজিং অভ্যাসগুলির মাধ্যমে আপনাকে সে অনুযায়ী বিজ্ঞাপন দেখায়। অনেক সময় এটা ইউজারকে বিব্রত করে। আপনি চাইলে এর থেকে পরিত্রাত পেতে পারেন। এর জন্য আপনি প্রথমে “Settings” এ যাবেন। তার পর বাম সাইডবার থেকে “Ad” সেকশনে ক্লিক করে “Ad Setting” এ যাবেন। এখান থেকে অপশন গুলো দেখে আপনি আপনাকে দেখানো এ্যাডগুলো কন্ট্রোল করতে পারবেন।
৪. সবার সাথে আপনার পোস্ট শেয়ার করতে না চাইলে - অনেক সময় আপনি হয়ত চান না যে আপনার পোস্টটি কোন বিশেষ ব্যক্তি বা আপনার ফ্রেন্ডলিস্টে নেই এমন কেউ দেখুক। সেক্ষেত্রে আপনাকে পোস্ট শেয়ার করার সময় পোস্ট সেটিংস থেকে “Friends of Friends” সিলেক্ট করুন। কোন বিশেষ ব্যক্তিকে না দেখাতে চাইলে, ”Friends Except” অপশনটি চাপ দিন এবং ওই ব্যক্তির নাম এ্যাড করতে হবে।
৫. আপনি ফেসবুকে ফটো ট্যাগ ব্লক করতে পারবেন না, তবে আপনি কাউকে সাজেশন করা থেকে বিরত রাখতে পারবেন। এর জন্য ”সেটিংস” এ গিয়ে বাম সাইডবার থেকে ”টাইমলাইন এবং ট্যাগি“ নির্বাচন করুন। এখান থেকে “Who sees tag suggestions when photos that look like you are uploaded?” এই অপশনে গিয়ে “” সিলেক্ট করুন।