ফেসবুকে মেসেজ অপশন হাইড করতে চাইলে, আপনি যে পেজের জন্য মেসেজ অপশন টি হাইড করতে চান সেই পেজের এডমিন ক্ষমতা আপনার থাকতে হবে। তাহলে আপনি মেসেজ অপশন টি হাইড করতে পারবেন। তাহলে দেখে নেয়া যাক কিভাবে আপনি ফেসবুকে পেইজে আপনার মেসেজ অপশন হাইড করবেন।
১. প্রথমে পেইজে গিয়ে Settings বাটনে ক্লিক করুন।
২. “General option” থেকে Messages লিংকে ক্লিক করুন।
৩. এখন আপনি চেক এবং আরচেক করার জন্য অপশন পাবেন। যেখানে লেখা আছে “Allow people to contact my Page privately by showing the Message button.” এই অপশন টি আপনাকে আনচেক করতে হবে।
এখন আপনার “Save changes” বাটনে ক্লিক করলেই আপনি আপনার ফেসবুক পেজে মেসেজ অপশনটি হাইড হয়ে যাবে।
আশা করি এই টিউটোরিয়াল টি আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ