স্বপ্ন ভেঙ্গে গেছে তো কি হয়েছে?
স্বপ্ন আবার দেখো,
মনের মানুষ চলে গেছে তো কি হয়ছে?
মনের দরজা খুলে আবার বসে থাকবো,
কেউ না কেউ তো আসবে আমার জীবনে,
ভালোবাসার কথা বলবে আমাকে।
আমাদের ছোট নদী যদি চলে বাঁকে বাঁকে
বৈশাখ মাসে তার হাঁটুজল থাকে৷
পার হয়ে যায় গরু, পার হয় গাঁধা
তোর কথা মনে পরে ওরে হারামজাদা।
ভালোবাসি তোমায় আমি বলবো কতবার,
বুঝালেও কেনো বুঝতে চাও না বলো একবার,
ভালোবাসি তোমায় আমি আমার জীবনের চেয়ে বেশী,
প্লিজ আমাকে বুঝতে চেষ্টা করো জান।
স্বপ্ন নয় সেটা,
যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে,
স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা
মানুষকে ঘুমাতে দেয় না।