আপনার ব্লগটি যদি ওয়ার্ড প্রেসে হয় তাহলে আমি এই ক্ষেত্রে সাহায্য করতে পারবো।
১. প্রথমে আপনার যেটি দরকার সেটি হল আপনার ওয়ার্ড-প্রেস সাইটের জন্য একটি ফেসবুক পেজ বানাতে হবে।
২. ফেসবুক পেজ এ্যাপ ডেভলপার প্লাটফর্ম অন করতে হবে।
৩. কমপক্ষে ১০ আর্টিকেল থাকতে হবে।
৪. আপনার ব্লগের এডমিন প্যানেলে গিয়ে "Instant Articles for WP" এই প্লাগইনটি ইন্সস্টল করতে হবে।
ধাপ-১: প্রথম ধাপে আপনাকে
https://instantarticles.fb.com/ এই লিঙ্কে সাইন আপ করতে হবে। তারপর আপনার পেজটি সিলেক্ট করে ‘Access Instant Articles Tools’ বাটনে ক্লিক করবেন।
ধাপ-২: এরপর আপনাকে “publisher tool” পেজে নিয়ে যাবে। এখানে আপনাকে যা যা চাওয়া হয় তা তা আপনার পূরন করতে হবে। এখান থেকে কিছু কোড আপনাকে আপনার পেজের HTML Head and Body পেস্ট করতে হবে।
ধাপ-৩: এখন আপনাকে একটি ফেসবুক এ্যাপ বানাতে হবে এই লিক্নে
https://developers.facebook.com/apps/ - এ্যাপটি অবশ্যই ওয়েবের জন্য হতে হবে। এখানে যে সব ধাপ আসবে তা পূরন করুন। ঠিক ঠাক ভাবে পূরন করলে আপনি একটি APP ID এবং APP Secrate paben. আর অবশ্যই আপনার ফেসবুক এ্যাপের APP REVIEW - তে গিয়ে এ্যাপটি লাইভ করে নিবেন।
ধাপ-৪: এখন আপনার সাইটে গিয়ে "Instant Articles for WP" প্লাগইনটিতে “APP ID” এবং “APP Serate” দিয়ে আপনার প্লাগইনটি চালু করে নিন এবং অন্যান্য কোন ফিল্ড গুলো পৃরন করে ফেলুন এবং সেফ করে নিন।
ধাপ-৫: এখন আপনাকে “publisher tool” পেজে গিয়ে আপনার পেজ স্টাইল ঠিক করতে হবে।
ধাপ-৬: সব ঠিক ঠাক মতো হয়ে গেলে “publisher tool” পেজে গিয়ে "Submit For Review" বাটনে চাপ দিলেই আপনার ইন্সট্যান্ট একাউন্ট টা ফেসবুক থেকে রিভিউ হবে।
সাধারনত রিভিউ রেজাল্ট ২ থেকে ৩ দিনের মধ্যে পাবেন। আপনার লেখা যদি ইউনিক হয় আর সাথে কোন প্রবলেম না থাকলে আপনার একাউন্ট ফেসবুক ইন্সট্যান্ট আর্টিকেলের আন্ডারে নিয়ে যাবে।
আপনার ইন্সট্যান্ট আর্টিকেল একটিভ হয়ে গেলে আপনার ফেসবুক ডেভেলপার এ্যাপে গিয়ে ইনকাম কত হল তা দেখতে পারবেন। ধন্যবাদ