এ্যালেন টুরিন (Alan Turing) কে অনেকের মতে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়। আধুনিক কম্পিউটারের জন্য অনেকেই অবদান রেখেছেন। তাবে তাদের মধ্যে এ্যালেন টুরিনকে এগিয়ে রাখতে হবে। যদিও কম্পিউটারের জনক হিসেবে বিজ্ঞানী চার্লস ব্যাবেজকে অভিহিত করা হয়। এ্যালেন টুরিন ২৩ জুন, ১৯১২ সালে ইংল্যান্ডে জন্মগ্রহন করেন। তিনি জুলিয়াস ও সারা তুরিনের সন্তান। তিনি ৭ জুন, ১৯৫৪ সালে মারা যান।
তবে আসল কথা হল আধুনিক কম্পিউটারের জনক বা জননী বিবেচনার জন্য একক কোন ব্যাক্তি নেই। তবে এক্ষেত্রে এ্যালেন টুরিন সবচেয়ে এগিয়ে। ধন্যবাদ