কম্পিউটারের জনক হিসেবে বিজ্ঞানী চার্লস ব্যাবেজকে (Charles Babbage) অভিহিত করা হয়। তার জন্ম ২৬শে ডিসেম্বর, ১৭৯১ সালে। বিজ্ঞানী চার্লস ব্যাবেজ একাধারে একজন ইংরেজ যন্ত্র প্রকৌশলী, দার্শনিক, গণিতবিদ ও আবিষ্কারক । তিনি অ্যানালাইটিকাল ইঞ্জিন ও ডিফারেন্স ইঞ্জিন নামের দুইটি যান্ত্রিক কম্পিউটার বা হিসাব যন্ত্র তৈরি করেন। চার্লস ব্যাবেজের অ্যানালাইটিকাল ইঞ্জিন যান্ত্রিকভাবে গাণিতিক অপারেশন সম্পাদন করতে পারত এবং এর বিভিন্ন বৈশিষ্ট্য এখনকার কম্পিউটার ডিজাইনে ব্যবহার করা হয় অত্যন্ত গুরুত্ব সহকারে। চার্লস চেয়েছিলেন এটিকে আরো উন্নত করতে। কিন্তু অর্থায়নের অভাবে প্রকল্পটি তিনি সম্পূর্ণ করতে পারেননি। ১৮ই অক্টোবর, ১৮৭১ সালে তিনি মারা যান। ধন্যবাদ