দীর্ঘদৃষ্টি: এই ত্রুটি গ্রস্থ চোখ দূরের জিনিস দেখতে পায় কিন্তু কাছের জিনিস স্পষ্ট দেখতে পায়না। বা চোখের লেন্সের ফোকাস দূরত্ব বেড়ে গেলে অর্থাৎ, অভিসারী ক্ষমতা কমে গেলে চোখে এ ধরনের ত্রুটি দেখা দেয়।
প্রতিকার: চোখের লেন্সের অভিসারী ক্ষমতা কমে যাওয়ার দরুন এই ত্রুটির উদ্ভব হয়। তাই এই দুটি দূর করতে চোখের লেন্সের অভিসারী ক্ষমতা বাড়াতে হয়। এইজন্যে সহায়ক লেন্স হিসেবে উত্তল লেন্স ব্যবহার করা হয়। এছাড়া একমাত্র উত্তল লেন্সে লক্ষ্যবস্তু চেয়েও সোজা অবাস্তব প্রতিবিম্ব গঠন করে। এক্ষেত্রে তাই চোখের লেন্সের সামনে সহায়ক লেন্স বা চশমা হিসেবে এমন ক্ষমতা তথা ফোকাস দূরত্ব বিশিষ্ট উত্তল লেন্স ব্যাবহার করতে হবে যা স্বাভাবিক চোখের নিকট বিন্দুতে স্থাপিত লক্ষ্যবস্তুর বিম্ব ত্রুটিপূর্ণ চোখের নিকট বিন্দুতে গঠন করে।