হ্রস্বদৃষ্টি: নিকট দৃষ্টি বা হ্রস্বদৃষ্টি বা মাইয়োপিয়া চোখের চারটি প্রধান রোগের মধ্যে একটি। কাছের বস্তু দেখতে পায় কিন্তু দূরের বস্তু দেখতে পায়না, তখন তাকে হ্রস্বদৃষ্টি বলে। এজন্য মাইওপিয়া কে “ক্ষীণদৃষ্টি” ও বলা হয়। এর অন্যান্য নামের মধ্যে রয়েছে “অদুর্বোধ্য দৃষ্টি” এবং “স্বল্প দৃষ্টি”।
প্রতিকার: অক্ষি গোলকের ব্যাসার্ধ বেড়ে গেলে বা চোখের লেন্সের ফোকাস দূরত্ব কমে গেলে তথা অভিসারী ক্ষমতা বেড়ে গেলে এই ত্রুটি দেখা যায়। চোখের লেন্সের অভিসারী ক্ষমতা বেড়ে যাওয়ায় এই ত্রুটির উদ্ভব হয় বলে, এই ত্রুটি দূর করার জন্য অভিসারী ক্ষমতা কমাবার মতন সহায়ক লেন্স বা চশমা অর্থাৎ অবতল লেন্সের চশমা ব্যবহৃত হয়। এক্ষেত্রে চোখের লেন্সের সামনে সহায়ক লেন্স বা চশমা হিসেবে এমন ফোকাস দূরত্বের অবতল লেন্স ব্যবহৃত হয় যার অসীম দূরত্বের লক্ষ্যবস্তুর বিম্ব ত্রুটিপূর্ণ চোখের দূরবিন্দুতে গঠন করে।