পে স্কেল ১৯৭৭
জিয়াউর রহমানের সরকার এসে ১০টি পে স্কেল ভেঙ্গে ২১টি পে স্কেল প্রনয়ন করেন সৃষ্টি হয় বৈষম্য। আজও কর্মচারী ১৯৭৭ সালের পে স্কেল ধাক্কা পোহাচ্ছে। এত পিছনে ঠেলে দেওয়া হয়েছে ১৯৭৭ সালের পে স্কেল দিয়ে যে এরশাদের আমলে সিলেকশন গ্রেড টাইম স্কেল দিয়েও এ বৈষম্য কাটানো যায়নি। যেখানে শুধু নিচের গ্রেডের গুলোকে ভেঙ্গে ১১টি গ্রেড বাড়ানো হয়েছে। ১৩,১৪,১৫,১৬ মোট চারটি গ্রেড বানানো হয় একটি গ্রেড ভেঙ্গে। কর্মকর্তাদের দেওয়া হলো Conditions for full pay of post যেখানে কর্মচারীদের এ সংক্রান্ত কোন সুযোগ সুবিধা রাখা হলো না। তৈরি হলো বৈষম্যের পাহাড়। মেজর জিয়াউর রহমান কর্মকর্তা শ্রেণী থেকে রাষ্ট্রপতি হওয়ায় ঢেলে দেওয়া হলো সকল সুযোগ সুবিধা তাদের। অর্থমন্ত্রী সাইফুর রহমান কর্মচারীদের সারা জনমের জন্য বঞ্চিত করে গেলেন।
♦