♦কেমন ছিল স্বাধীনতার পরবর্তী পে -স্কেল?
স্বাধীনতার পরবর্তী পে স্কেল ১৯৭৩ বাংলাদেশের প্রথম পে স্কেল নামে পরিচিত। এটি প্রণয়ন করেছিলেন তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার। যুদ্ধ বিধ্বস্ত দেশ হিসাবে পাকিস্তান আমলের পে স্কেল ভেঙ্গে একটি আদর্শ পে স্কেল তৈরি করা হয়। যেখানে ১০ টি গ্রেড রাখা হয়েছে। ১ নং গ্রেডে বেতন ধরা হয় ২০০০ টাকা এবং ১০ নং গ্রেডে বেতন ধরা হয় ১৩০ টাকা। পাকিস্তান আমলের চেয়ে খানিকটা কম বেতন ধরায় সচিব বা আমলারা ১-৪ নং গ্রেডের পে স্কেল কে প্রত্যাখ্যান করে কার্যকর করেনি। তারা পাকিস্তান আমলের পে স্কেলেই বেতন গ্রহণ করেন। যুদ্ধ বিধ্বস্ত দেশের দোহাই দিয়ে বঙ্গবন্ধু তাদের মানাতে পারেনি। ১৯৭৩ সালের পে স্কেল দেখলেই বুঝতে পারবেন * চিহ্ন দেওয়া রয়েছে অর্থাৎ তা কার্যকর হয়নি।