জ্বর-ঠোসা এমন একটি সমস্যা যেটি অধিকাংশ সময় ঘুম থেকে ওঠার পর ঠোটের কোনায় দৃশ্যমান হয়।যে কারনে,মনে করা হয় যে,রাতে বোধ হয় জ্বর এসেছিল।মূলত,জ্বর-ঠোসা বা কোল্ড সোর যে জ্বর আসলেই যে হবে এমন কোন কথা নেই।
জ্বর-ঠোসা যার ইংরেজিতে নাম,ফিভার বিলিস্টার বা কোল্ড সোর,”হার্পিস সিমপ্লেক্সে ভাইরাস টাইপ-১” দ্বারা সংঘটিত হয়।অধিকাংশ ক্ষেত্রে এই ভাইরাসটি আমাদের শৈশব কালীন সময়েই শরীরে প্রবেশ করে এবং বাহ্যিক ভাবে প্রকাশ পাবার আগ পর্যন্ত শরীরে ইনঅ্যাক্টিভ থাকে।
মনে রাখতে হবে,”হার্পিস সিমপ্লেক্সে ভাইরাস টাইপ-১” দ্বারা এক বার আক্রান্ত হলে যে জ্বর-ঠোসা, হয় তা কিন্তু সারা জীবনে পুরোপুরি ভাল হয়না।মাঝে মাঝেই এটি ফিরে এসে।বাকি সময় সুপ্ত অবস্থায় থাকে।