রক্ত চাপ যখন স্বাভাবিকের চেয়ে বেশি হয়, তখন উচ্চ
রক্তচাপ হয়। মস্তিস্ক মেরুজল হৃৎপিণ্ডের তৃতীয় অংশ
থেকে ওপরে উঠে স্নায়ুতন্ত্রে প্রবেশ করে।
যখন মস্তিষ্ক মেরুজলে লবণের পরিমাণ বেড়ে যায়,
তখন বহির্গত নালির বাল্বের ভেতরে অবস্থিত চুলের
মতো সূক্ষ কোষগুলো শক্ত হয়ে যায়।
উচ্চ রক্তচাপের যে সব ক্ষতি হতে পারেঃ
১.মাথব্যাথা
মাথা ব্যাথা বিশেষ করে মাথার পিছনের দিকে ব্যাথা
রক্তচাপের একটি লক্ষন । অনেক সময় দেখা যায় সকালে ঘুম থেকে উঠার পরে ব্যাথা শুরু হয় কয়েক ঘন্টা স্থায়ী হয়ে ব্যাথা আবার চলে যায় ।
২.মাথা ঘুরা
নিয়মিত মাথাঘুরাও রক্তচাপের একটি লক্ষণ ।
বুক ধড়ফড় করা অনেক সময় এমনিতেই হটাত বুক ধড়ফর করে । তবে এটি
নিয়মিত হলে আমাদের মাথায় রাখতে হবে যে এটি উচ্চ
রক্ত চাপের একটি লক্ষণ হতে পারে।
৩.মনোযোগের অভাব
কাজ করতে গিয়ে প্রায়শই যদি মনোযোগ বিচ্ছিন্ন হয়ে
যায় তাহলে এটি চিন্তার বিষয় । হতে পারে এটি উচ্চ রক্ত
চাপের ফলেই হচ্ছে।
৪.নাক দিয়ে রক্ত পড়া
ব্যাথা পাওয়া ছাড়া যদি হটাত কারো নাক দিয়ে রক্তে পড়া শুরু হয়
সেটি একটি শারিরিক অসুস্থতার লক্ষন । এর পিছনে থাকতে
পারে উচ্চ রক্তচাপ নামক নিরব ঘাতক।
৫.ঘাড় ব্যাথা
উচ্চ রক্ত চাপের একটি উল্লেখযোগ্য লক্ষণ হল ঘাড় ব্যাথা করা। বেশি ভাগ ক্ষেত্রেই দেখা যায় ঘাড় ব্যাথার কারন হল
উচ্চ রক্ত চাপ।
এ ছাড়াও উচ্চ রক্ত চাপের অন্য লক্ষণগুলোর মধ্যে
রয়েছে অল্পতে হাঁপিয়ে উঠা, পা ফুলে যাওয়া, বুকে
ব্যাথা, মাংসপেশিতে দুর্বল অনুভব করা, ক্লান্তিবোধ করা।