★ ইসরাইলকে গোলান মালভূমি ছাড়তে নির্দেশ দিল জাতিসংঘ
ইসরাইলি দখলদারিত্ব ও অবৈধ বসতি নির্মাণের বিরুদ্ধে ফের সোচ্চার হয়েছে জাতিসংঘ। সিরিয়ার গোলান মালভূমি থেকে ইসরাইলকে সরে যেতে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন তারা। সাধারণ পরিষদে গ্রহণ করা এক প্রস্তাবে দেশটিকে দখলকৃত পুরো এলাকা ছেড়ে দিতে বলা হয়েছে।
গত ৩ ডিসেম্বর দিনভর চলা অধিবেশনে এ প্রস্তাবটি গৃহীত হয়। উল্লেখ্য, ১৯৬৭ সালে আরবদের সঙ্গে ছয় দিনের যুদ্ধে সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয় ইসরাইল। কিন্তু আন্তর্জাতিক মহল কখনই ইসরাইলের এই দাবির স্বীকৃতি দেয়নি। গত বছরের শেষের দিকে জাতিসংঘে গোলান মালভূমির মালিকানা সংক্রান্ত এক ভোটাভুটি হয়। সেখানে উপস্থিত ১৫৩ দেশের মধ্যে ১৫১ দেশ এ ভূখণ্ডের মালিকানা সিরিয়ার বলে স্বীকৃতি দেয়। শুধু যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইল প্রস্তাবটির বিপক্ষে অবস্থান নেয়।
গত মঙ্গলবার বিষয়টি ফের উত্থাপিত হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে। সেখানে গোলান মালভূমির বিষয়টি ছাড়াও ইসরাইল সংশ্লিষ্ট আরও চারটি পদক্ষেপ অনুমোদন করা হয়েছে। পদক্ষেপগুলো হলো- ইসরাইলকে ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি নির্মাণ থেকে বিরত থাকতে বলা হয়েছে। দ্বিতীয়ত ইসরাইলকে পশ্চিমতীর ও পূর্ব জেরুজালেমসহ দখলকৃত ফিলিস্তিনি ভূমির প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও সংরক্ষণের আহ্বান জানানো হয়েছে।
অপর এক পদক্ষেপে ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘের বিভিন্ন দফতরের কাজের স্বীকৃতি দেয় সাধারণ পরিষদ। আর সর্বশেষ পদক্ষেপে ফিলিস্তিন সংক্রান্ত তথ্য ও জাতিসংঘের সংশ্লিষ্ট সিদ্ধান্ত বিস্তৃতভাবে ছড়িয়ে দিতে বিশেষ কর্মসূচি চালিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়।
এদিকে রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, জাতিসংঘের দেয়া গোলান মালভূমি ত্যাগ ও ওই চার পদক্ষেপ আইনগতভাবে মানতে বাধ্য নয় তেলআবিব। কারণ জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্য ও অস্থায়ীভাবে নির্বাচিত ১০ সদস্য দেশের সমন্বয়ে মোট ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ কোনো প্রস্তাব গ্রহণ করলে তা মানতে সদস্য দেশগুলো আইনগতভাবে বাধ্য। (jugantor)
★ ‘বাংলা’ লন্ডনের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহৃত ভাষা নয়
ব্রিটিশ সাংস্কৃতিক সংগঠন ‘সিটি লিট’ বলেছে তাদের একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে লন্ডনে সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষার মধ্যে বাংলার অবস্থান দ্বিতীয়। এ নিয়ে বাংলাদেশের সামাজিক মাধ্যমে শোরগোল চলছে। তবে বিবিসির রিয়েলিটি টিম তদন্ত করে দেখেছে যে তথ্যটি সঠিক নয়।
লন্ডনের বিভিন্ন এলাকায় প্রচলিত ভাষা ব্যবহারকারীর একটি তালিকা থাকে। সেখানে ইংরেজির পর দ্বিতীয় সর্বোচ্চ বাংলা ভাষা ব্যবহারকারীর সংখ্যা যোগ দিয়ে এই তথ্য পায় ‘সিটি লিট’। সংস্থাটি শুধুমাত্র তিনটি স্থানে বাংলা ব্যবহারকারীদের সংখ্যা হিসেব করেছে বলেও বিবিসির রিয়েলিটি চেক জানতে পেরেছে। ওই তালিকায় থাকা তৃতীয়, চতুর্থ, পঞ্চম অবস্থানে থাকা ভাষাগুলোর ব্যবহারকারীর সংখ্যা একত্রে যোগ করা হয়নি।
অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস এর যে সরকারি জরিপের ভিত্তিতে এই গবেষণাটি করা হয়েছে সেটি আসলে আট বছরের পুরনো। এরমধ্যে জনসংখ্যা বেড়েছে প্রায় পাঁচ লাখের মতো। তাই ওই পুরনো জরিপের ভিত্তিতে বর্তমানে বাংলার অবস্থা কোথায় তা হয়তো সঠিক ধারণা নাও দিতে পারে। তবে নতুন করে আবার জরিপ হবে আগামী ২০২১ সালে। (ittefaq, bbc)
★ ইরাকে মার্কিন বিমান ঘাঁটিতে দু’দফা রকেট হামলা
ইরাকের রাজধানী বাগদাদের উত্তরের বালাদ মার্কিন বিমান ঘাঁটিতে দু’দফা রকেট হামলা হয়েছে। তবে এ হামলায় কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি।
ইরাকের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ঘাঁটিটি রাজধানী থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত। হামলায় ব্যবহার হয়েছে কাতিউশা রকেট।
ইরাকের বালাদ বিমান ঘাঁটিতে মোতায়েন রয়েছে প্রশিক্ষণে নিয়োজিত মার্কিন সেনারা। এদিকে, ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের আইন আল-আসাদ বিমান ঘাঁটিতে অন্তত পাঁচ দফা রকেট হামলার দু’দিন পর এ হামলা হলো। আইন আল-আসাদ ঘাঁটিতে শত শত মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এ হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে দেশটিতে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াই করছে মার্কিন জোট বাহিনী। (bd-pratidin)
★ ‘তুরস্কের সীমান্তই ন্যাটোর সীমান্ত’
তুরস্ককে দেয়া আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠীর মুখোমুখি একাধিক হুমকি ন্যাটোর বিরুদ্ধে হুমকি হিসেবে বিবেচিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন দেশটির তথ্য পরিচালক ফাহরেটিন আলতুন। ন্যাটো সম্মেলনের একদিন পরে বৃহস্পতিবার টুইটারে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সন্ত্রাসবাদী সংগঠন চিহ্নিত করার বিষয়ে আমাদের অবশ্যই এক অবস্থানে থাকতে হবে। আলতুন জোর দিয়ে বলেন, তুরস্কের কিছু মিত্র জোট কুর্দি সন্ত্রাসীদের সমর্থন ও বৈধতা দিয়েছে। যারা শিশুদের ব্যবহার করে, জাতিগত শুদ্ধি পরিচালনা করে এবং বেসামরিক লোকদের দেশ ত্যাগে বাধ্য করে। (jugantor)
★ দ্বিতীয় দিনেও অচল ফ্রান্সের জনজীবন
টানা দ্বিতীয় দিনের অবরোধ আর ধর্মঘটে অচল ফ্রান্সের জনজীবন। বৃহস্পতিবারের কর্মসূচিতেও অংশ নিয়েছেন লাখ লাখ ফরাসি। প্র্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর অবসরনীতি সংস্কারের প্রতিবাদে এ বিক্ষোভ শুরু হয়। রাজধানী প্যারিস ছাড়াও দেশটির বিভিন্ন শহরে সরকারবিরোধী আন্দোলনে অংশ নিয়েছেন ফরাসিরা।
শ্রমিক ইউনিয়নের ডাকে বুধবারের বিক্ষোভে রাস্তায় নামেন ৮ লাখের বেশি ফরাসি। ওইদিন পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে বাধে আন্দোলনকারীদের। (somoy news)
★ আমাদের প্রত্যাশা ভারত আতঙ্ক সৃষ্টির মতো কিছু করবে না: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, 'বাংলাদেশ-ভারতের মধ্যে অত্যন্ত সুসম্পর্ক বিরাজ করছে। সময়ের সঙ্গে এই সম্পর্ক ক্রমান্বয়ে নিবিড় থেকে নিবিড়তর হচ্ছে। আমাদের প্রত্যাশা, ভারত আতঙ্ক সৃষ্টির মতো কিছু করবে না।'
শুক্রবার শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বাংলাদেশকে ভারতের কূটনৈতিক স্বীকৃতির ৪৮তম বার্ষিকী উপলক্ষে 'একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি' আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় সৈন্যদের সম্মাননা দেওয়ার বিষয়ে তিনি বলেন, 'একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ ৩শ' ৮০ জন ভারতীয় সৈন্যকে সম্মাননা দেওয়ার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ সরকার। পর্যায়ক্রমে একাত্তরের স্বাধীনতা সংগ্রামে সেদেশের সকল শহীদদের সম্মাননা দেওয়া হবে।
এ সময় ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী বলেন, 'একাত্তরের স্বাধীনতা সংগ্রামের মধ্যদিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক তৈরি হয়। সোনালি অধ্যায়ের মধ্যদিয়ে দু’দেশের সম্পর্ক তৈরি হয়। এ সম্পর্ক অটুট থাকবে। আমাদের প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবার আগে। (rtv)
★ রোহিঙ্গাদের কারণে কক্সবাজারে স্থানীয় জনগণ সংখ্যালঘু: টিআইবি
রোহিঙ্গা শরণার্থীদের কারণে কক্সবাজারের স্থানীয় অধিবাসীরা এখন সংখ্যালঘু হয়ে গেছেন। শুধু তাই নয়, স্থানীয় অধিবাসীদের মধ্যে মানসিক চাপের ঝুঁকিও বাড়ছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এক সংবাদ সম্মেলনে এই অভিমত ব্যক্ত করেছে। বলেছে, কক্সবাজারে স্থানীয় অধিবাসী ৩৪ দশমিক ৮ ভাগ। সেখানে রোহিঙ্গা জনগোষ্ঠী ৬৩ দশমিক ২ ভাগ। স্বাস্থ্য সেবায়ও মোট চাহিদার ২৫ শতাংশের অতিরিক্ত রোহিঙ্গাদের পেছনে ব্যয় হচ্ছে।
টিআইবি'র পর্যবেক্ষণ হচ্ছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ধীরে ধীরে এই সংকটের গুরুত্ব কমে যাওয়ায় মানবিক সহায়তা অনুদানও হ্রাস পাচ্ছে। ফলে অদূর ভবিষ্যতে বাংলাদেশের জনগণ ও সরকারের ওপর আর্থিক ঝুঁকির আশঙ্কা তৈরি করছে। টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এটা সত্য যে, বিশ্বের সবচেয়ে বড় এই শরণার্থী সংকট মোকাবেলায় জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা এগিয়ে এসেছে। কিন্তু এটাও দেখা যাচ্ছে কিছু আন্তর্জাতিক সংস্থা রোহিঙ্গাদের জন্য বরাদ্দ অর্থের একটি বড় অংশ বিলাসিতায় ব্যয় করছে।
ড. ইফতেখার বলেন, মিয়ানমারকে সুরক্ষা দিতে চীন, ভারত ও জাপানের অবদান সবচেয়ে বেশি। এক গবেষণা প্রতিবেদনের বরাতে ড. ইফতেখারুজ্জামান বলেন, রোহিঙ্গাদের মানবিক সহায়তার কাজে থাকা এনজিওগুলো নিজেদের পরিচালন ব্যয়ের তথ্য প্রকাশ করতে চায় না। যে হিসাব তারা দেয় প্রকৃত ব্যয় তার চেয়ে বেশি। টিআইবি মনে করে রোহিঙ্গাদের যত দ্রুত ফেরত পাঠানো যায় সে লক্ষ্যে জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা ও দাতা সংস্থাদের সমন্বিত উদ্যোগ নিশ্চিত করার জন্য কূটনৈতিক তৎপরতা আরো জোরদার করা জরুরি। (VoA)
★ মিয়ানমার সমুদ্রসীমায় ১৭ বাংলাদেশি জেলে আটক
বোটের ইঞ্জিন বিকল হয়ে মিয়ানমার সমুদ্রসীমায় ঢুকে পড়া ১৭ বাংলাদেশি জেলেকে আটক করেছে মিয়ানমার নৌবাহিনী। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিনগত রাতে টেকনাফের সেন্টমার্টিন সংলগ্ন মিয়ানমারের সমুদ্র সীমানা থেকে দেশটির নৌবাহিনীর সদস্যরা তাদেরকে আটক করে নিয়ে যায়।
উদ্ধার হওয়া ১৭ বাংলাদেশীর সবাইকে বাংলাদেশ দুতাবাসের সহায়তায় রাতে কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হবে। (somoy news)
★ কাশ্মীরিদের জন্য বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ
কাশ্মীরে ইন্টারনেটে নিষেধাজ্ঞা ১২০ দিন পেরিয়ে গেছে। টানা ইন্টারনেটে নিষেধাজ্ঞার কারণে বন্ধ হতে শুরু করেছে কাশ্মীরের গ্রাহকদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। হোয়াটসঅ্যাপের নীতি অনুযায়ী, ১২০ দিন ধরে এই সামাজিক মাধ্যমে কারও অ্যাকাউন্টে কোনো বার্তা আদানপ্রদান বন্ধ থাকলে সেই অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। ফলে এই নীতিতেই কাশ্মীরিদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে।
অনেকের মতে, কাশ্মীরিদের ডিজিটাল উপস্থিতির বড় অংশ নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু তা তারা জানতেও পারছেন না। (bd-pratidin)