সমাধানঃ
করিম মোট কাজ করে ৮+১২ = ২০ দিন।
এখন ৮ দিনে করে = ১/৩ অংশ
সুতরাং করিম ১ দিনে করে = ১/(৩*৮) অংশ
সুতরাং করিম ৮+১২= ২০ দিনে করে ২০/(৩*৮) অংশ = ৫/৬
অবশিষ্ট কাজ (১- ৫/৬) অংশ = ১/৬ অংশ। এই অবশিস্ট কাজটিই রহিম ৫ দিনে করেছে।
তাহলে লিখা যায় এভাবেঃ
রহিম ১/৬ অংশ করে =৫ দিনে
সুতরাং ১ অংশ করে =৫*৬ = ৩০ দিনে
উত্তর ঃ ৩০ দিন