নভেম্বর মাসের উল্লেখযোগ্য ঘটনা
১ নভেম্বর ২০০৭ বাংলাদেশে বিচার বিভাগ পৃথক হয়।
৩ নভেম্বর,১৯৭৫ - জেল হত্যা দিবস ( জাতীয় চার নেতাকে হত্যা)
৪ নভেম্বর,১৯৭২ - সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয়/সংবিধান দিবস।
৬ নভেম্বর,১৯৭৫ - বিচারপতি সায়েম ‘খন্দকার মোস্তাকের’ কাছ থেকে ক্ষমতা গ্রহণ
৭ নভেম্বর,১৯৭৫- মুক্তিযোদ্ধা হত্যা দিবস, সিপাহী জনতা বিপ্লব; সিপাহী জনতা অভ্যুত্থান ও সংহতি দিবস
১০ নভেম্বর - শহীদ নূর হোসেন দিবস ( গণতন্ত্রের জন্য)
১২নভেম্বর, ১৯৯৬ -ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল
১২ নভেম্বর - জাতীয় দুর্যোগ দিবস
১৪ নভেম্বর- বিশ্ব ডায়াবেটিক দিবস
১৫ নভেম্বর - জাতীয় কৃষি দিবস, নবান্ন উৎসব
১৯৭০ সালের ১২ নভেম্বরও ১৫ নভেম্বর,২০০৭ (সিডর) প্রলয়ংকারী ঘূর্ণিঝড় হয়বাংলাদেশে।
২১ নভেম্বর,১৯৭১- যৌথ বাহিনী গঠন করা হয়/সশস্ত্র বাহিনী দিবস।
১৭ নভেম্বর, ১৯৯৯ ইউনেস্কো '২১শে ফেব্রুয়ারি'-কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে
৩০ নভেম্বর জাতীয় আয়কর দিবস।