১৯২১ সালের ঘটনা..
স্প্যানিশ ২০ হাজারেরও বেশী সৈন্য যাত্রা করেছে রিফের দিকে।অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত স্প্যানিশ বাহিনীর লক্ষ্য আমীর আব্দিল কারিম আল খাত্তাবীর মুজাহিদ গেরিলা বাহিনীকে চিরতরে নিশ্চিহ্ন করে দেয়া।স্প্যানিশ বাহিনীর বিপরীতে খাত্তাবীর ছিল মাত্র কয়েক হাজার সৈন্য ও পুরাতন অস্ত্র।কিন্তু এই গেরিলা নেতার অসাধারণ টেকনিকের কাছে মারাত্নকভাবে বিপর্যস্ত হয় স্প্যানিশ বাহিনী।এই ক্ষুদ্র বাহিনীর কাছে তৎকালীন বিশ্বের তৃতীয় পরাশক্তি স্পেনের প্রায় ১৯০০০ সৈন্য মারা যায়।
আব্দিল কারিম আল খাত্তাবীকে বলা হয় গেরিলা যুদ্ধের জনক।মজার বিষয় কি জানেন, হো চি মিন,মাও সেতুং , এর্নেস্তো চে গেভারার অনুপ্রেরনা ছিল আব্দিল কারিম আল খাত্তাবী।তারা সবাই খাত্তাবীর গেরিলা টেকনিক ফলো করত।বলা হয়ে থাকে চে গেভারা মিশরে আমীর খাত্তাবির সাথে দেখাও করেছিলেন।ফিদেল কাস্ত্রো তার বইতে আব্দিল কারিম আল খাত্তাবীর গেরিলা টেকনিকের ভূয়সী প্রশংসা করেছেন।
রাস্তায় বের হলেই চে গুয়েভারার ছবিযুক্ত টি শার্ট আর ক্যাপ চোখে পড়ে।কিন্তু গেরিলা যুদ্ধের জনক আব্দিল কারিম আল খাত্তাবীর ছবিযুক্ত টি শার্ট আর ক্যাপ তো দূরে থাক তার নামই জানেনা অনেকে!