কুরআনে পোঁড়ার রহস্য
কুরআনে বলা হয়েছে;
﴿إِنَّ الَّذِينَ كَفَرُوا بِآيَاتِنَا سَوْفَ نُصْلِيهِمْ نَارًا كُلَّمَا نَضِجَتْ جُلُودُهُم بَدَّلْنَاهُمْ جُلُودًا غَيْرَهَا لِيَذُوقُوا الْعَذَابَ ۗ إِنَّ اللَّهَ كَانَ عَزِيزًا حَكِيمًا﴾
৫৬) আর যারা মুখ ফিরিয়ে নিয়েছে তাদের জন্য তো জাহান্নামের প্রজ্জ্বলিত আগুনই যথেষ্ট ৷ যারা আমার আয়াতগুলো মেনে নিতে অস্বীকার করেছে তাদেরকে আমি নিশ্চিতভাবেই আগুনের মধ্যে নিক্ষেপ করবো৷ আর যখন তাদের চামড়া পুড়ে গলে(roasted through) যাবে তখন তার জায়গায় আমি তাজা চামড়া তৈরী করে দেবো, যাতে তারা খুব ভালোভাবে আযাবের স্বাদ গ্রহণ করতে পারে৷ আল্লাহ বিপুল ক্ষমতার অধিকারী এবং তিনি নিজের ফায়সালাগুলো বাস্তবায়নের কৌশল খুব ভালোভাবেই জানেন৷ (কুরআন ৪:৫৬)
আল্লাহ বলেননি "যতক্ষণ না তাদের চামড়া পোড়ানো হয়", কারন জ্বলন আংশিক হতে পারে, বরং তিনি বলেছেন: "যতক্ষণ না তাদের চামড়া পুড়ে গলে(roasted through) যায়", অর্থাৎ সংবেদন এবং ব্যথার সমস্ত স্নায়ু সম্পূর্ণ পুড়ে যায়। ত্বক যখন পুরোপুরি পুড়ে যায়, এর গঠন এবং কার্যকারিতা হারাতে থাকে- ত্বকের স্নায়ু সম্পূর্ণ পুড়ে যায় এবং ব্যথার সংবেদন হারিয়ে যায়। এর পর আরও পুড়লে- কোন ব্যাথা অনুভূত হবে না। তখন একটি নতুন সম্পূর্ণ তাজা এবং কার্যকরী ত্বক প্রতিস্থাপন করা হবে, যেখানে তাপ এবং জ্বলনের তীব্র সংবেদনশীলতার জন্য দায়ী স্নায়ু থাকবে। এভাবে অবিশ্বাসী ব্যক্তিকে বারবার পোড়ান হবে, বারবার অসম্ভব যন্ত্রনা ভোগ করবে।