ইংরেজির ৪টি গুরুত্বপূর্ণ Pattern ও Pattern দিয়ে বাক্য তৈরি –
Pattern – 1
✪ I must be – আমি অবশ্যই হবো।
✪ You have to be – তোমাকে হতে হবে।
✪ You can be – তুমি হতে পারো।
✪ You could be – তুমি হতে পারতে।
✪ I may be – আমি হতেও পারি।
✪ I had to be – আমি হতে পারতাম।
✪ You need to be – তোমার হওয়া দরকার।
✪ I have the right to be – আমার হওয়ার অধিকার আছে।
Pattern দিয়ে বাক্য তৈরীঃ
✪ I must be careful.
– আমি অবশ্যই যত্নবান হব।
✪ You can be a ideal doctor.
– তুমি একজন আদর্শ ডাক্তার হতে পারো।
✪ You could be fluent in English.
– তুমি ইংরেজিতে বাকপটু হতে পারতে।
✪ I may be an Entrepreneur.
–আমি একজন উদ্যোক্তা হতেও পারি।
✪ You have to be optimistic.
– তোমাকে আশাবাদী হতে হবে।
✪ I had to be a BCS cadre.
– আমি একজন বিসিএস ক্যাডার হতে পারতাম।
✪ You need to be conscious about career.
– তোমার ক্যারিয়ার সম্পর্কে সচেতন হওয়া দরকার।
✪ I have the right to be a social worker.
– আমার একজন সমাজকর্মী হওয়ার অধিকার আছে।
Pattern – 2
✪ I can do – আমি করতে পারি।
✪ I could do – আমি করতে পারতাম।
✪ I must do –আমি অবশ্যই করবো।
✪ I have to do – আমাকে করতে হবে।
✪ I may do – আমি করতেও পারি।
✪ I might do – আমি করতেও পারতাম।
✪ I had to do – আমাকে করতে হয়েছিল।
✪ I used to do – আমি করতাম। (অতীতে অভ্যস্থ)
Pattern দিয়ে বাক্য তৈরীঃ
✪ I can speak English. – আমি ইংরেজি বলতে পারি।
✪ I could manage him. – আমি তাকে ম্যানেজ করতে পারতাম।
✪ I must learn computer. – আমি অবশ্যই কম্পিউটার শিখবো।
✪ I have to earn. – আমাকে উপার্জন করতে হবে।
✪ I used to somke. – আমি ধুমপান করতাম।
✪ I may go to shopping. – আমি শপিংএ যেতেও পারি।
✪ I might help him. – আমি তাকে সাহায্য করতেও পারতাম।
✪ I had to tolerate a lot of rough words. – আমাকে আনেক বাজে কথা সহ্য করতে হয়েছে।
Pattern – 3
✪ You should do – তোমার করা উচিৎ।
✪ You should be – তোমার হওয়া উচিৎ।
✪ You should be doing – তোমার করতে থাকা উচিৎ
✪ You should have – তোমার থাকা উচিৎ।
✪ You should have done – তোমার করা উচিৎ ছিল।
✪ It should be done – এটি করা উচিৎ। (Passive)
Pattern দিয়ে বাক্য তৈরীঃ
✪ You should study. – তোমার পড়াশোনা করা উচিৎ।
✪ You should be patient.
– তোমার ধৈর্যশীল হওয়া উচিৎ।
✪ You should be optimistic.
– তোমার আশাবাদী হওয়া উচিৎ।
✪ You should be learning English. – তোমার ইংরেজি শিখতে থাকা উচিৎ।
✪ You should have skill in computer. – তোমার কম্পিউটারে দক্ষতা থাকা উচিৎ।
✪ You should have learnt computer. – তোমার কম্পিউটার শেখা উচিত ছিল।
✪ Quality of product should be ensured. – পণ্যের মান নিশ্চিত করা উচিৎ।
Note: Passive voice এ verb এর past participle হয়েছে
Pattern – 4
Ever সম্পর্কিত শব্দার্থ ও বাক্য তৈরি ।
শব্দার্থ
✪ Ever – কখনো, সবসময় ।
✪ Whatever – যা কিছু ।
✪ Whoever – যেই হোক
✪ Whenever – যখনই ।
✪ However – যা হোক
✪ Whichever – যেটাই হোক
✪ Forever – চিরকাল
✪ Wherever – যেখানেই হোক না কেন?
Pattern বাক্য তৈরি (Ever) –
✪ Don’t ever leave. – কখনো ছেড়ে যেও না।
✪ I’ll do whatever you ask.
– তুমি যা করতে বলো আমি তাই করব।
✪ Take whichever you want.
– তুমি যেটা চাও সেটাই নাও।
✪ However you can go with him. – যা হোক, তুমি তার সাথে যেতে পার।
✪ You can come whenever you want. – তুমি আসতে পার যখনই তুমি চাও।
✪ You may give this photo to whoever wants it. – যে-ই ছবিটা চায় তুমি তাকে দিতে পার।