মেয়াদি হিসাবের সুবিধা সমূহ নিন্মরুপঃ
১. যেকোনো পরিমাণ টাকা একটি নির্দিষ্ট মেয়াদে নির্দিষ্ট সুদ/মুনাফার।
হারে (ব্যাংক কর্তৃক নির্ধারিত) বিনিয়োগ করা যায়।
২. সাধারণত ১, ৩, ৬, ১২, ২৪, ৩৬ মাস মেয়াদে এ হিসাব খোলা হয়ে থাকে।
৩. মেয়াদ পূর্ণ হলে পূনরায় নবায়ন করা যায়।
৪. প্রয়োজনে মেয়াদি জমা হিসাব/মেয়াদী আমানত হিসাবে (Term
Deposit Account) না ভাঙ্গিয়েও আসল টাকার ৮০% পর্যন্ত লোন/ঋণ/
করজে হাসানা নিতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে ব্যাংক ৯০% পর্যন্ত
লোন/ঋণ/করজে হাসানা দিয়ে থাকে।
৫. মেয়াদ পূর্তির পূর্বেই প্রয়োজনে হিসাব বন্ধ করা যায়।
সেক্ষেত্রে সঞ্চয়ী/সেভিংস হিসাবের সুদ/মুনাফার হারে অথবা
ব্যাংকের বিদ্যমান পলিসি অনুসারে সুদ/মুনাফা পাওয়া যায়।
৬. কেবলমাত্র নিবাসী (Resident) বাংলাদেশীরা এই ধরনের মেয়াদি
জমা হিসাব/মেয়াদী আমানত হিসাবে (Term Deposit Account) খুলতে
পারবে।
৭. যতগুলো ইচ্ছা ততগুলো মেয়াদি জমা হিসাব/মেয়াদী আমানত
হিসাবে (Term Deposit Account) খোলা যায়।
৮. মেয়াদি জমা হিসাব/মেয়াদী আমানত হিসাবে (Term Deposit
Account) একক নামে বা যৌথ নামে খোলা যায়।