ফাইবার অপটিক ক্যাবলের সুবিধা:
১। আয়তনে ছোট, ওজনে হালকা ও সহজে পরিবহনযোগ্য।
২। সহজে প্রক্রিয়াকরণ করা যায়।
৩। শক্তির অপচয় কম।
৪। বিদ্যুৎ চৌম্বক প্রভাব হতে মুক্ত।
৫। ডেটা আদান-প্রদান নির্ভুল।
৬। পরিবেশের তাপ-চাপ ইত্যাদি দ্বারা প্রভাবিত হয় না।
৭। ডেটা সংরক্ষণের নিরাপত্তা ও গোপনীয়তা সবচেয়ে বেশি।
ফাইবার অপটিক ক্যাবলের অসুবিধা:
১। ফাইবার অপটিক ক্যাবলকে U আকারে বাঁকানো যায় না।
২। ফাইবার অপটিক ক্যাবল অত্যন্ত দামি।
৩। ফাইবার অপটিক ক্যাবল ইনস্টল করা অন্যান্য ক্যাবলের চেয়ে তুলনামূলক কঠিন।